• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আবারও বৃষ্টির কবলে শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড টেস্ট

  ক্রীড়া ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ১৩:২১
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনের খেলায় হানা দিয়েছে বৃষ্টি। এই টেস্টের প্রথম দিনেও হানা দিয়েছিল বৃষ্টি; যেখানে কেবল মাত্র ৬৬ ওভার খেলা অনুষ্ঠিত হতে পেরেছে। তৃতীয় দিন অবশ্য পুরো খেলাই নির্বিঘ্নে হয়েছে।

রবিবার (২৫ আগস্ট) বৃষ্টির কারণে চতুর্থ দিনের খেলা এখনো মাঠে গড়ায় নি। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৪৪ রানের জবাবে টম ল্যাথামের সেঞ্চুরিতে তৃতীয় দিন শেষে ৪ উইকেটে ১৯৬ রান করেছে নিউজিল্যান্ড। ল্যাথাম ১১১* রানে অপরাজিত আছেন। তার সঙ্গী বিজে ওয়াটলিং (২৫*)।

এর আগে প্রথম দিনে ব্যাট করে ২৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। লঙ্কানদের হয়ে ধনঞ্জয়া ডি সিলভা করেন সেঞ্চুরি; ১৪৮ বলে ১০৯ রান করেছেন তিনি; এছাড়া অধিনায়ক দিমুথ করুণারত্নে করেছেন ১৬৫ বলে ৬৫ রান।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নিয়মে প্রথম টেস্ট জিতে এরই মধ্যে পূর্ণ ৬০ পয়েন্ট অর্জন করেছে লঙ্কানরা। দুই ম্যাচের সিরিজটি বাঁচাতে ও পয়েন্ট যোগ করতে এই টেস্টে জয় চাই কিউইদের কিন্তু বৃষ্টির খপ্পরে পড়ে তাদের সেই স্বপ্ন ক্রমশই বিবর্ণ হয়ে যাচ্ছে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড