• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনালকে হারিয়ে ২৯ বছর আগের রেকর্ড স্পর্শ করল লিভারপুল

  ক্রীড়া ডেস্ক

২৫ আগস্ট ২০১৯, ০৮:৩৯
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

টানা দুবছর ১২৩ দিন ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) অ্যানফিল্ডে কোনো ম্যাচ হারেনি লিভারপুল। টানা ১১টি ম্যাচ জিতেছে অলরেডরা এই মাঠে। গতকাল আর্সেনালকে হারিয়ে জয়ের ধারা বজায় রাখল গেলোবারের ইউরোপ চ্যাম্পিয়নরা। দারুণ এ জয়ে ২৯ বছর আগে গড়া নিজেদের মাঠে লিগে টানা ১২ জয়ের রেকর্ডও স্পর্শ করল তারা।

শনিবার (২৪ আগস্ট) আর্সেনালকে ৩-১ গোলে হারায় ইয়ুর্গুন ক্লপের দল। এই জয়ে জোড়া গোল করেছেন মিসরীয় তারকা মোহামেদ সালাহ; এছাড়া জোয়েল মাতিপ। এই ম্যাচের আগে সবশেষ ২০১৮ সালের ২৯ ডিসেম্বর ইপিএলে আর্সেনালের মুখোমুখি হয়েছিল অলরেডরা; সেবারও ৫-১ গোলে জয়ের দুর্দান্ত জয় পায় লিভারপুল।

লিভারপুল-আর্সেনালের ম্যাচটি ছিল উপভোগ্য; শুরুতে আর্সেনালের ওপর নিজেদের আধিপত্য দেখাতে থাকে লিভারপুল। তবে গত লিগে রানার্সআপরা প্রথম ৪০ মিনিট সাফল্য পায়নি; একটা সময় মনে হচ্ছিলো গোল শূন্য শেষ হবে প্রথমার্ধের খেলা; কিন্তু ম্যাচের ৪০তম মিনিটে দুর্দান্ত এক গোলে দলকে এগিয়ে দেন জোয়েল মাতিপ।

দ্বিতীয়ার্ধে নেমেই ব্যবধান দ্বিগুণ করে লিভারপুল; ম্যাচের ৪৯তম মিনিটে ডি-বক্সের মধ্যে সালাহর জার্সি টেনে ধরে হলুদ কার্ড দেখেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজ। স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করতে ভুল হয়নি মিশরের ফরোয়ার্ডের।

২-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের ৫৮তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন সালাহ। ফাবিনিয়োর লম্বা করে বাড়ানো বল ধরে আর্সেনালের ডিফেন্ডারদের কাঁটিয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন সালাহ।

৩-০ গোলে পিছিয়ে পড়ে এলোমেলো হয়ে পড়ে আর্সেনাল; গোল শোধ দূরের কথা, উল্টো লিভারপুলের আক্রমণ সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে তাদের; তবে ম্যাচের ৮৫তম মিনিটে লুকাস তোরেইরা গোল পেলেও ততক্ষণে হার নিশ্চিত হয়ে যায় আর্সেনালের।

তিন ম্যাচের সবকটিতে জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ৬। আগামী ৩১ আগস্ট নিজেদের চতুর্থ ম্যাচে বার্নলির বিপক্ষে খেলবে অলরেডরা; আর ১ সেপ্টেম্বর টটেনহ্যামের বিপক্ষে খেলবে আর্সেনাল।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড