• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিপিএলে দল চায় তিন প্রতিষ্ঠান

  ক্রীড়া ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ২২:১৪
বিপিএল
বিপিএল ও বিপিএলে অংশগ্রহণকারী দলগুলোর লগো (ছবি: সংগৃহীত)

বাংলাদেশ প্রিমিয়ার লিগের সপ্তম আসর অনুষ্ঠিত হবে ডিসেম্বরে। এ আসরকে সামনে রেখে ইতোমধ্যেই শুরু হয়েছে উন্মাদনা। চুক্তি নবায়ন, নিয়মকানুনসহ নানা বিষয়ে আলোচনায় বসছে বিপিএল কর্তৃপক্ষ ও ফ্রাঞ্চাইজিরা। এছাড়া পরবর্তী আসরে যুক্ত হতে পারে নতুন দল।

চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের দল দুটির মালিকানা নিয়ে সংশয় থাকায় নতুন দুইটি ফ্রাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করেছিল বিপিএল কর্তৃপক্ষ। এ দরপত্রের পর নতুন তিনটি প্রতিষ্ঠান বিপিএলের মালিকানা পেতে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে একটি আখতার গ্রুপ যারা চিটাগাংয়ের মালিকানা নিতে চায়।

এছাড়া বিপিএল গভর্নিং সূত্রে জানা গেছে, বাকি দল দুইটির একটি আইটি কোম্পানি। তবে এ ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি বিপিএল কর্তৃপক্ষ।

অন্যদিকে সিলেট সিক্সার্সের মালিকানা নিয়ে সংশয় থাকলেও শনিবার সিলেটের অংশগ্রহণ নিশ্চিত হয়েছে। তাই চিটাগাং ভাইকিংসের পরিবর্তে নতুন একটি দলের অন্তর্ভুক্তি নিশ্চিত। এছাড়া আগামী আসরে দল বাড়ানোর সিদ্ধান্তও নিতে পারে বিপিএল গভর্নিং কাউন্সিল। তাই এ তিন প্রতিষ্ঠানের একটি অথবা দুইটি প্রতিষ্ঠানের বিপিএলের ফ্রাঞ্চাইজি হওয়ার সুযোগ রয়েছে।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড