• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্বস্তি নিয়ে দিন শেষ করল কিউইরা

  ক্রীড়া ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ২০:০১
শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড
শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ডের চলমান টেস্টে ম্যাচের একটি দৃশ্য (ছবি: সংগৃহীত)

কলোম্বোয় সিরিজের দ্বিতীয় টেস্টে সুবিধাজনক অবস্থানে রয়েছে সফরকারী নিউজিল্যান্ড। প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ২৪৪ রানের জবাবে ৪ উইকেটে ১৯৬ রান নিয়ে তৃতীয় দিন শেষ করেছে সফরকারীরা।

বৃষ্টিবিঘ্নিত চলমান টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ রানেই উইকেট হারায় কিউইরা। ওপেনার জিত রাভাল শূন্য রান করে প্যাভিলিয়নে ফেরেন। এরপর ৩৪ রানে উইলিয়ামসনের বিদায়ে চাপে পড়ে তারা। তৃতীয় উইকেট জুটিতে টম লাথাম ও রস টেলর ৫০ রান যোগ করেন। দলীয় ৮৪ রানে আউট হন টেলর। ১২৬ রানে আবারও উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারীরা। তবে দিনের বাকি সময় আর কোনো উইকেট হারায়নি তারা। ওয়াটলিংকে সঙ্গে নিয়ে শতক তুলে নেন লাথাম। অবিচ্ছিন্ন এ জুটিতে আসে ৭০ রান। লাথাম ১১১ ও ওয়াটলিং ২৫ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

এর আগে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ধনঞ্জয় ডি সিলভার ১০৯ ও অধিনায়ক দিমুথ করুণারত্নের ৬৫ রানের ওপর ভর করে ২৪৪ রান সংগ্রহ করে স্বাগতিকরা। কিউইদের পক্ষে সাউদি ৪টি ও বোল্ট ৩টি উইকেট শিকার করেন।

উল্লেখ্য, দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক শ্রীলঙ্কা।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড