• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

আফগানিস্তানকে হালকাভাবে নিচ্ছেন না তাইজুল

  ক্রীড়া প্রতিবেদক

২৪ আগস্ট ২০১৯, ১৭:২৪
তিন ফর‌ম্যাটেই খেলতে চান তাইজুল
তিন ফর‌ম্যাটেই খেলতে চান তাইজুল (ছবি : বিসিবি)

দীর্ঘ ছয় মাস পর টেস্ট ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। প্রথমবারের মতো ক্রিকেটের এলিট ফরম্যাটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ-আফগানিস্তান। আগামী ৫ সেপ্টেম্বর চট্টগ্রামে অনুষ্ঠিত হবে একমাত্র টেস্ট ম্যাচটি। আসন্ন ম্যাচটিতে বাংলাদেশের জয়ের ভালো সুযোগ রয়েছে বলে মনে করেন তারকা স্পিনার তাইজুল ইসলাম।

তাইজুল দলের সাফল্যের পাশাপাশি নিজেকে আরও বেশি মেলে ধরতে চান। দেশর জার্সি গায়ে খেলতে চান সবগুলো ফরম্যাটেই।

আফগানিস্তানের বিপক্ষে আসন্ন একমাত্র টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজ প্রসঙ্গে তাইজুল বলেন, ‘আমরা আফগানিস্তানকে সহজ প্রতিপক্ষ বলতে পারি না। তারা এখন আর ছোট দল নয়। তাই আমরা তাদের হালকাভাবে নিচ্ছি না। তাদের ভালো স্পিন আক্রমণ রয়েছে। তারপরও আমি মনে করি, ঘরের মাঠে খেলব তাই তাদের বিরুদ্ধে একমাত্র টেস্টে আমাদের জেতা উচিত।’

‘আমরা সব সিরিজই জিতব— এটা বলা সম্ভব নয়। দু-একটি সিরিজে হারলে আমাদের হতাশ হওয়া উচিত নয়। আমরা কঠোর প্রস্তুত নিচ্ছি এবং ঘুরে দাঁড়াতে আত্মবিশ্বাসী।’ যুক্ত করেন এই স্পিন তারকা।

টেস্ট ও টি-টুয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান সম্পর্কে তাইজুল বলেন, ‘সাকিব ছাড়া আমাদের সাফল্য পাওয়া কঠিন। সে অভিজ্ঞ এবং বিশ্বসেরা অলরাউন্ডার। তার উপস্থিতি আমাদের কাজকে সহজ করে দেবে।’

আর মাত্র একটি উইকেট শিকার করলেই টেস্টে তাইজুলের উইকেট শিকারের সেঞ্চুরি পূর্ণ হবে। একই সঙ্গে বাংলাদেশি হিসেবে দ্রুত ১০০ উইকেট শিকারিও হবেন তিনি।

২০১৪ সালে উইন্ডিজের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেন ২৭ বছর বয়সী এই ক্রিকেটার। সাতবার পাঁচটি করে উইকেট শিকার করেছেন তাইজুল। টাইগারদের হয়ে ছয়টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা রয়েছে তার।

নিজের সম্পর্কে অভিজ্ঞ এই স্পিনার বলেন, ‘অন্যান্য ক্রিকেটারের মতো আমি তিন ফর‌ম্যাটেই খেলতে চাই কিন্তু এটা আমার ওপর নির্ভর করছে না। যদি নির্বাচকরা মনে করেন যে আমি ওয়ানডে ক্রিকেটেও পারফর্ম করতে সক্ষম তাহলে তারা আমাকে বিবেচনা করতে পারেন। অন্য ফরম্যাটেও সুযোগ পেলে আমি ভালো পারফর্ম করব।’

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড