• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

সিরিজ জয়ের মিশনে সকালে মুখোমুখি বাংলাদেশ-শ্রীলঙ্কা এমার্জিং দল

  ক্রীড়া ডেস্ক

২৪ আগস্ট ২০১৯, ০৯:৪০
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শ্রীলঙ্কা এমার্জিং ক্রিকেট দলের বিপক্ষে তিন ম্যাচের সিরিজের শুরুটা ভালো না হলেও দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ এমার্জিং দল। বিকেএসপিতে প্রথম ম্যাচে সফরকারী দলের কাছে ১৮৬ রানের বড় ব্যবধানে হারের পর গেলো ২১ আগস্ট লঙ্কানদের বিপক্ষে ২ উইকেটেরে স্বাগতিকরা।

সিরিজে এখন ১-১ সমতা বিরাজ করছে। ফলে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি হয়ে গেছে অলিখিত ফাইনাল। দুই দলই জিততে মরিয়া এই ম্যাচ। শনিবার (২৪ আগস্ট) খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় শুরু হয়েছি ম্যাচটি।

আগের ম্যাচে ২৭৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শান্ত ও ইয়াসির আলির দুর্দান্ত ব্যাটিংয়ে জয় পায় বাংলাদেশ। ৭৭ রান করে আউট হন শান্ত। এরপর ৮৫ রান করে ইয়াসির আলি আউট হন।

শুক্রবার (২৩ আগস্ট) দুই দলই শেখ আবু নাসের স্টেডিয়ামে ঘাম ঝরিয়েছে। সকালে বাংলাদেশ এমার্জিং দল ও বিকেলে শ্রীলঙ্কা এমার্জিং দল অনুশীলন করে। এই সিরিজে বাংলাদশ জিতবে কোচের বিশ্বাস; সায়মন হেলমট মনে করছেন, সিরিজ জয়ের সামর্থ তাদের রয়েছে। সেই সামর্থ্যরে প্রমাণ তারা ম্যাচে দিতে পারবে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড