• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ভারতের ডোপ পরীক্ষাগারকে নিষিদ্ধ ঘোষণা

  ক্রীড়া ডেস্ক

২৩ আগস্ট ২০১৯, ১৬:০৩
অ্যান্টি-ডোপিং সংস্থা
ভারতের ডোপ পরীক্ষাগারকে নিষিদ্ধ করেছে ওয়াডা (ছবি : সংগৃহীত)

ভারতের ন্যাশনাল ডোপ টেস্টিং ল্যাবরেটরি (এনডিটিএল)–এর ওপর নিষেধাজ্ঞা জারি করল আন্তর্জাতিক অ্যান্টি-ডোপিং সংস্থা (ওয়াডা)। ছয় মাস পর্যন্ত কার্যকর থাকবে এ নিষেধাজ্ঞা। এক বছরের মধ্যে শুরু হতে চলেছে টোকিও অলিম্পিক। ওয়াডার এই সিদ্ধান্ত ভারতের অলিম্পিক প্রস্তুতিতে বড় প্রভাব ফেলতে পারে। জানিয়েছে, জাতীয় অ্যান্টি-ডোপিং সংস্থা (নাডা)

এখনো ডোপ পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করতে পারবে কিন্তু নমুনা পরীক্ষা করানোর জন্য ভারতের বাইরের ‘ওয়াডা’ নির্দিষ্ট পরীক্ষাগারের ওপর ভরসা রাখতে হবে তাদের। ‘ওয়াডা’ জানিয়েছে, এই নিষেধাজ্ঞা আনার কারণ, তাদের তৈরি করা মানের সঙ্গে এনডিটিএল-এর মানের পার্থক্য। চলতি বছরের মে মাসে ওয়াডা তাদের তালিকাভুক্ত ল্যাবগুলোর মান পরীক্ষা করে। সেই পরীক্ষায় পাস করতে ব্যর্থ হয় ভারতের ল্যাবগুলো।

২০ আগস্ট থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা জারি হলেও এনডিটিএল ২১ দিনের মধ্যে কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসের (সিএএস) কাছে এ নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন জানাতে পারবে। অলিম্পিকের আগে প্রায় পাঁচ হাজার পরীক্ষা করতে হবে ‘নাডা’কে। এখন থেকে সমস্ত পরীক্ষা ভারতের বাইরে করতে হলে বাড়বে খরচও।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড