• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আর্চার আতঙ্কের ফাঁদে আটকা অস্ট্রেলিয়া

  অধিকার ডেস্ক    ২৩ আগস্ট ২০১৯, ০৮:২৯

জোফরা আর্চার
জোফরা আর্চার (ছবি : সংগৃহীত)

অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের মতো তৃতীয় টেস্টেও হানা দেয় বৃষ্টি। এরপর হেডিংলি টেস্টে আলো কাড়লেন জোফরা আর্চার। নিজের দ্বিতীয় টেস্টেই পেয়ে গেলেন ছয় উইকেটের দেখা। টানা দ্বিতীয় খেলায় সফরকারী দলটির দুঃস্বপ্ন হিসেবে হিসেবে উদ্ভাসিত ২৪ বছর বয়সী উদীয়মান ইংলিশ পেসার। তার পেস তোপে ঐতিহাসিক অ্যাশেজের তৃতীয় টেস্টেও বিপর্যস্ত অস্ট্রেলিয়া।

বৃহস্পতিবার (২২ আগস্ট) আর্চারের ৬ উইকেট শিকারের দুর্দান্ত বোলিংয়ে তছনছ অস্ট্রেলিয়া। ১৭৯ রানেই গুটিয়ে গেছে দলটির প্রথম ইনিংস। লাবুশেইনি সর্বোচ্চ ৭৪ রান করেন। আর্চার ৪৫ রানে ৬ উইকেট নেন। অজিরা গুটিয়ে যাওয়ার পরই দিনের খেলা শেষ ঘোষণা হয়।

অথচ বৃষ্টির কারণে এ দিন প্রথম সেশনে মাত্র ৪ ওভার খেলার সুযোগ পায় অস্ট্রেলিয়া। তবে এ চার ওভারেই উইকেট হারিয়ে বসে সফরকারীরা। বেনক্রাফটের বদলে এ সিরিজে প্রথমবার সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি মারকুয়াস হ্যারিস। জোফরা আর্চারের বলে মাত্র ৮ রান করে আউট হন তিনি।

দ্বিতীয় সেশনের শুরুতেও আবারও ধাক্কা খায় অস্ট্রেলিয়া। দলীয় ২৫ রানে ও ব্যক্তিগত ৮ রানে আউট হন উসমান খাওয়াজা। তাকে আউট করেন স্টুয়ার্ট ব্রড। তবে এরপরই দলের হাল ধরেন ডেভিড ওয়ার্নার ও মারনাস লেবুশেইনি। এ দুইজনের শতরানের জুটিতে বিপর্যয় সামলে নিয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় সেশনেও দুইবার বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখতে হয়।

ওয়ার্নার ফেরার পর অজিদের হয়ে যা লড়াই করার একাই করেছেন স্মিথের বদলে একাদশে আসা লাবুশেইনি। বেন স্টোকসের বলে নবম ব্যাটসম্যান হয়ে ফেরেন তিনি। চার নম্বরে নেমে ১২৯ বলে ৭৪ রান করেন ১০ চারে। অজিদের হয়ে দুই অঙ্কে পৌঁছাতে পেরেছেন আর মাত্র একজন ব্যাটার- অধিনায়কে টিম পেইন। ১১ রান করেন তিনি। বাকি আটজনের সম্মিলিত রান মাত্র ২০। যার মধ্যে জস হ্যাজেলউড অপরাজিত ছিলেন ১ রানে।

ইংলিশদের হয়ে আর্চারের ৬ উইকেট ছাড়াও জোড়া উইকেট নেন স্টুয়ার্ট ব্রড। ১টি করে উইকেট নেন ক্রিস ওকস ও বেন স্টোকস।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড