• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

কম্পানিকে কোচের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে অ্যান্ডারলেখট

  ক্রীড়া ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ২১:৩১
ভিনসেন্ট কম্পানি
এখন থেকে অ্যান্ডালেখটের অধিনায়কের দায়িত্ব শুধু কম্পানির (ছবি : সংগৃহীত)

ভিনসেন্ট কম্পানি ম্যানসিটির ছেড়ে শৈশবের ক্লাব অ্যান্ডালেখটে যোগ দেন দুই দায়িত্ব নিয়ে। খেলোয়াড় কাম কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয় এ বেলজিয়ান তারকাকে। তবে চার ম্যাচে মাত্র দুই পয়েন্ট পাওয়ায় কোচিংয়ের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে তাকে। সবশেষ ২০১৬-১৭ মৌসুমে বেলজিয়ামের শিরোপা জিতেছে অ্যান্ডারলেখট।

ম্যানচেস্টার সিটিতে ১১ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ার কাটিয়েছেন কম্পানি। ইংলিশ জায়ান্টদের হয় চারটি লিগ শিরোপা জেতেন তিনি। দলটির অধিনায়কও ছিলেন এ তারকা ডিফেন্ডার। চলতি বছরের ১৯মে তিনি যোগ দেন শৈশবরের স্বদেশি ক্লাবে।তবে কোচ কাম খেলোয়াড় হিসেবে নিজেকে মেলে ধরতে পারেননি। লিগের প্রথম চার ম্যাচে খারাপ পারফরম্যান্সের কারণে কোচের ভূমিকা কেড়ে নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। মাত্র দুই পয়েন্ট পেয়ে টেবিলের শেষ থেকে চার নম্বরে রয়েছে তার দল।

কম্পানি এখন থেকে কেবল দলের অধিনায়ক। কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন ম্যানসিটির সাবেক একাডেমি প্রধান সাইমন ডেভিস। শুক্রবার রাত সাড়ে ১২টায় লিগের পঞ্চম ম্যাচে জেঙ্কের বিপক্ষে মাঠে নামবে অ্যান্ডারলেখট।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড