• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাফুফের ক্যাম্পে ডেঙ্গুর ছোবল, ফুটবলারসহ আক্রান্ত ৮

  ক্রীড়া ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ১৮:৩২
বাফুফের আবাসিক ক্যাম্পে ডেঙ্গুর হানা
বাফুফের আবাসিক ক্যাম্পে ডেঙ্গুর হানা (ছবি : সংগৃহীত)

ডেঙ্গু জ্বরের প্রকোপ অতীতের যে কোনো সময়ের তুলনায় খুব বেশি। দেশের আনাচে কানাচেও ডেঙ্গু রোগী পাওয়া যাচ্ছে। এবার ডেঙ্গুর ছোবল পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) আবাসিক ক্যাম্পে। বাংলাদেশ নারী ফুটবল দলের তিন ফুটবলার ও তিন নিরাপত্তা কর্মীসহ মোট আটজন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় নারী ফুটবল দলের কোচ গোলাম রব্বানী ছোটন। বৃহস্পতিবার (২২ আগস্ট) এই তিন নারী ফুটবলারের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার ঘটনাটি জানান তিনি।

ছোটন বলেন, ‘বাংলাদেশ নারী দলের ফুটবলার রাজিয়া ও নওশিন জাহান ঈদের ছুটিতে বাড়ি গিয়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল। তারা এখন সুস্থ। তবে মুন্নী সম্ভবত বাফুফে ভবনে থেকেই ডেঙ্গুতে আক্রান্ত হয়।’

সরেজমিনে গিয়ে দেখা গেছে, বাফুফে ভবনের নিচতলায় আবর্জনার স্তূপ। বৃষ্টি হলে সেখানে পানি জমে যায়। বাফুফের কৃত্রিম টার্ফেও বৃষ্টির পানি জমে থাকে। সেই টার্ফে বাফুফের ক্যাম্পে থাকা নারী ফুটবলাররা অনুশীলন করেন। এর ফলে তাদের ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার শঙ্কা থেকেই যাচ্ছে।

নারী ফুটবল দলের কোচ আরও বলেন, প্রতিদিন মশা মারার ওষুধ ছিটানো হয়, সবকিছু পরিষ্কার করা হয়, নিয়মিত মশারি টানানো হয়। সকাল থেকেই এসব কার্যক্রম শুরু হয়।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড