• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

রোনালদোর দাম ৩০০ মিলিয়ন!

  ক্রীড়া ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ১৮:২৫
ক্রিস্তিয়ানো রোনালদো
পর্তুগিজ ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপের পরেই ১০০ মিলিয়ন ইউরোতে রিয়াল মাদ্রিদ ছেড়ে জুভেন্তাসে পাড়ি জমিয়েছেন বর্তমানের অন্যতম সেরা ফুটবলার ক্রিস্তিয়ানো রোনালদো। তবে পর্তুগিজ এ তারকার দাবি বর্তমান বাজারে তরুণ রোনালদোর দাম হতো ৩০০ মিলিয়ন।

২০০৯ সালে ৮০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়ালে যোগ দেন রোনালদো। তৎকালীন রেকর্ড ট্রান্সফারে রিয়াল কিনেছিল তাকে। আর ১০ বছরে সে রেকর্ড দাঁড়িয়েছে ২২২ মিলিয়নে। তাই বর্তমান বাজারে যে কারও মূল্যই ১০০ মিলিয়ন হতে পারে বলে জানান রোনালদো।

পর্তুগিজ টিভিআইয়ে দেয়া সাক্ষাৎকারে নিজের দাম সম্পর্কে রোনালদো বলেন, 'এই সময়ের ফুটবলে? এটা হিসেব করা কঠিন। এখন প্রতিশ্রুতির ওপর অনেক গুরুত্ব দেয়া হয়। ফুটবল এখন বদলে গেছে। আমি জোয়াও ফেলিক্সের দলবদলটা এক পাশে রাখতে চাই (এ মৌসুমে ১৯ বছর বয়সী উইঙ্গারকে ১২৬ মিলিয়নে বেনফিকা থেকে দলে ভিড়িয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ)। বর্তমানে কিছু প্রমাণ না করা খেলোয়াড়ের দামও ১০০ মিলিয়ন। ফুটবলে এখন অনেক অর্থ।'

এছাড়া বর্তমানে একজন গোলরক্ষক, ডিফেন্ডারের দামও ৭০-৮০ মিলিয়ন বলে উল্লেখ করেন তিনি। ফুটবলারদের এমন আকাশচুম্বী দামের পক্ষে নন জানিয়ে রোনালদো বলেন, 'একজন গোলরক্ষক, একজন সেন্টার ব্যাকও ৭০-৮০ মিলিয়নে বিক্রি হচ্ছে। আমি এটার পক্ষে নই কিন্তু এমন এক পৃথিবীতেই আমরা বাস করছি। এখনকার বাজারই এমন, আপনাকে এটার প্রতি সম্মান দেখাতেই হবে। আমার চেয়ে বেশি রেকর্ড আর কোনো ফুটবল খেলোয়াড়ের আছে? আমি মনে করি না, আমার চেয়ে বেশি রেকর্ড আর কোনো খেলোয়াড়ের আছে।'

সবশেষে নিজের দাম সম্পর্কে রোনালদো বলেন, 'যদি আমার বয়স এখন ২৫ হতো, একজন গোলরক্ষকের যদি ৭৫ মিলিয়ন ইউরো দাম হয়; আর আমি গত কয়েক বছরে যা করেছি, এমন যদি কোনো খেলোয়াড় করত, তবে তার দাম তো তিন থেকে চারগুণ হতো। আমার দাম ৩০০ মিলিয়ন খুব সহজেই হতো। তবে আমার এমন কোনো ইচ্ছে নেই।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড