• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

হ্যারিসকে বিদায় করলেন আর্চার

  ক্রীড়া ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ১৮:০৬
জোফরা আর্চার
হ্যারিসকে আউট করেন আর্চার (ছবি : সংগৃহীত)

ক্যামেরন ব্যানক্রফটের জায়গায় ওপেনিংয়ে নেমেছিলেন মার্কাস হ্যারিস। তবে দলকে তিনিও হতাশ করলেন। ইনিংনের চতুর্থ ওভারে তিনি আট রানে বিদায় নেন আর্চারের বলে। বৃষ্টির কারণে প্রথম সেশনে মাত্র চার ওভার বল গড়িয়েছে। এতে এক উইকেটে ১২ রান স্কোরবোর্ডে জমা করেছে টিম অস্ট্রেলিয়া। আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার এখনো রানের খাতা খুলতে পারেনি।

লিডসের হেডিংলিতে কয়েক দফা বৃষ্টি এসেছে। এক উইকেটে ১২ রান তোলার পর বৃষ্টি শুরু হলে নির্ধারিত সময়ের আগে মধ্যাহ্ন ভোজের বিরতিতে গেছে দুইদল। ম্যাচে আগের একাদশ নিয়ে মাঠে নেমেছে ইংল্যান্ড।

অপরদিকে, তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে অস্ট্রেলিয়া। স্টিভেন স্মিথের চোটে মারনাস লাবুশেইনি, ব্যানক্রফটের জায়গায় ওপেনিংয়ে এসেছেন হ্যারিস, আর পেসার পিটার সিডলের পরিবর্তে একাদশে ফিরেছেন জেমস প্যাটিনসন। এতে টানা তিন টেস্টে একাদশের বাইরে রয়ে গেলেন মিচেল স্টার্ক।

সিরিজে এজবাস্টনে প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ২৫১ রানে হারিয়ে ১-০ তে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। লর্ডসে বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় ম্যাচটি ড্র হয়।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড