• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

'পাকিস্তান দলে হচ্ছেটা কী!'

  ক্রীড়া ডেস্ক

২২ আগস্ট ২০১৯, ১৭:৫৫
শোয়েব আখতার
সাবেক পাকিস্তানি বোলার শোয়েব আখতার (ছবি: সংগৃহীত)

পাকিস্তান জাতীয় দল থেকে অবসর নিয়ে যুক্তরাজ্যে পাড়ি জমিয়েছেন দেশটির অন্যতম সেরা পেস বোলার মোহাম্মদ আমির। ২৭ বছর বয়সেই আমিরের এমন সিদ্ধান্তে হতবাক গোটা ক্রিকেট বিশ্ব। এছাড়া তার এমন সিদ্ধান্তে শোয়েব আখতারসহ পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটাররা বিস্ময় প্রকাশ করেছেন।

আমিরের অবসরের সিদ্ধান্ত মানতে পারেননি শোয়েব আখতার। তার এমন সিদ্ধান্ত দলের অন্যান্য পেসারের জন্য খারাপ উদাহরণ হয়ে থাকবে বলেও জানান তিনি। শোয়েব বলেন, 'এমন সিদ্ধান্ত খারাপ একটা উদাহরণ হয়ে থাকবে। আমিরের অবসরের পর হাসান আলি, ওহাব রিয়াজ, জুনায়েদ খানরাও এমনটা করবে। আমি জানি না পাকিস্তান দলে হচ্ছেটা কী!'

এছাড়া আমিরের তার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত বলেও জানিয়েছেন শোয়েব। আমিরকে পাকিস্তানের দরকার উল্লেখ করে শোয়েব বলেন, 'আমিরের উচিত অবসরের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করা এবং পাকিস্তানের জন্য খেলা। কারণ তাকে দেশের দরকার আছে। আমি বিশ্বাস করি, তুমি দেশের হয়ে খেলে কিংবদন্তি হতে পারবে। কাউন্টি ক্রিকেটের পারফরম্যান্স কেউ মনে রাখে না।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড