• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

তামিমের শূন্যতা পূরণে জাতীয় দলে ফেরার স্বপ্ন জহুরুলের

  ক্রীড়া প্রতিবেদক

২০ আগস্ট ২০১৯, ১৫:৫১
জহুরুল ইসলাম অমি
জহুরুল ইসলাম অমি (ছবি : সংগৃহীত)

ছয় বছর আগে সবশেষ জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়েছিলেন বাংলাদেশের ক্রিকেটে এক পুরনো নাম জহুরুল ইসলাম অমি। তিন বছরের ওয়ানডে ক্যারিয়ারে কেবল ১৪টি ম্যাচ খেলছেন। ২০১৩ সালে জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ ম্যাচের পর আর জাতীয় দলের জার্সি পরা হয়নি অমির। তবে নতুন করে আবারও খেলার স্বপ্ন দেখছেন ৩২ বছর বয়সী অমি। ডাক পেয়েছেন জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডে; দেশ সেরা ওপেনার তামিম ইকবালের অনুপস্থিতির (ছুটিতে তামিম) সুযোগটি কাজে লাগাতে চান অমি।

জাতীয় দলের জার্সি গায়ে তিন ফরম্যাটেই সবশেষ খেলছেন ২০১৩ সালে; এরপর লাল সবুজের প্রতিনিধিদের হয়ে খেলার ডাক না পেলেও ঘরোয়া ক্রিকেটে পরিচিত মুখ হয়ে উঠেছেন অমি। বিপিএল, ডিপিএলসহ সব লিগেই নিজেকে উজ্জ্বল করলেও জাতীয় দলে ফিরতে পারেননি তিনি। কেবল ৭টি টেস্ট, ১৪টি ওডিআই ও ৩টি টি-টুয়েন্টি ম্যাচ খেলেছেন অমি।

তবে জাতীয় দলে খেলার স্বপ্ন এখনো ছাড়েননি তিনি। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে অমি বলেন, ‘অনেকদিন পর প্রাথমিক দলে জায়গা পেলাম। সব খেলোয়াড়েরই স্বপ্ন জাতীয় দলে খেলার। এই উদ্দেশ্যে নিয়েই প্রত্যেক বছর শুরু করি। এই বছর প্রিমিয়ার লিগে ভালো করার পর আমাকে এ দলে ডেকেছিল। এ দলেও ভালো হয়েছে ব্যাঙ্গালুরুতে। তারপর প্রাথমিক স্কোয়াডে ডাক পেলাম। এখন সব কিছু আমার চেষ্টা এবং আল্লাহর সহায়তার ওপর।’

প্রাথমিক দলে জায়গা পেলেও এখনো নিশ্চিত নয় চূড়ান্ত স্কোয়ার্ডে; তবে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের কণ্ঠে আশার কথা উঠে এসেছে; তামিমের না থাকাটাকে নিজের এবং অন্যদের জন্য সুযোগ হিসেবে দেখছেন জহুরুল- ‘তামিম অনেক বড় মানের খেলোয়াড়। ওর অভাব পূরণ করাটা কঠিন। এখানে একটা সুযোগ যারা বাকিরা আছে সাদমান, ইমরুল, আমি, সৌম্য। টেস্ট ক্রিকেট ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট। যদি এখানে পারফর্ম করা যায় তাহলে সব ফরম্যাটে পারফর্ম করা সহজ। যেহেতু তামিম নেই যারা সুযোগ পাবে তাদের জন্য বড় সুযোগ।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড