• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

আজ আসছেন টাইগারদের প্রধান কোচ ডমিঙ্গো

  ক্রীড়া ডেস্ক

২০ আগস্ট ২০১৯, ০৯:০১
টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো
টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো (ছবি : সংগৃহীত)

দুই দিন আগেই নিশ্চিত হলেন টাইগারদের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো। আগামীকাল ২১ আগস্ট বুধবার চাকরিতে যোগ দেবেন সাবেক প্রোটিয়া কোচ। সেই লক্ষ্যে আজ বিকেল সাড়ে পাঁচটায় ঢাকায় আসবেন বলে জানা গেছে। এর আগে সকালে ঢাকায় আসবেন পেস বোলিং কোচ চার্ল ল্যাঙ্গাভেল্ট।

দ্বাদশ বিশ্বকাপ শেষ হওয়ার পর পরই ইংলিশ কোচ স্টিভ রোডসকে বিদায় দেয় বিসিবি। রোডসের বিদায়ের পর নতুন কোচ খুঁজছিল ক্রিকেট বোর্ড। তালিকায় অনেক হাইপ্রোফাইল কোচ থাকলেও, রাসেল ডমিঙ্গোকে পছন্দ করে দেশীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থাটি। দুই বছরের চুক্তিতে হেড কোচের ভূমিকায় থাকবেন সাবেক দক্ষিণ আফ্রিকান এই কোচ।

আফগানিস্টান টেস্ট ও ত্রিদেশীয় টুর্নামেন্ট সামনে গতকাল রেখে শুরু হয়েছে টাইগারদের কন্ডিশনিং ক্যাম্প। সব কিছু ঠিক থাকলে বুধবার (২১ আগস্ট) ক্যাম্পে বাংলাদেশ অধ্যায়ের অভিষেক হবে রাসেল ডমিঙ্গোর।

তার আগে মাশরাফি, মুস্তাফিজ, রুবলেদের পেস বোলিং গুরু ল্যাঙ্গাভেল্ট সকাল সোয়া ১০টায় ঢাকায় আসবেন। তিনিও দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ। তার সাথেও বোর্ডের চুক্তি দুই বছরের।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড