• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

খোঁজ মিলছে না কাশ্মীরের ক্রিকেটারদের

  ক্রীড়া ডেস্ক

১৯ আগস্ট ২০১৯, ১৮:৫৮
কাশ্মীর ক্রিকেট দল
কাশ্মীর ক্রিকেট দল (ছবি: সংগৃহীত)

উত্তপ্ত জম্মু ও কাশ্মীরে জরুরি অবস্থা জারি করেছে ভারত সরকার। যার ফলে অঞ্চলটিতে টেলিভিশন, স্যাটেলাইট, টেলিফোন, মোবাইল ফোন, বিদ্যুৎ ও ইন্টারনেটসহ সব ধরনের যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। এমতাবস্থায় 'ভিজি ট্রফি' টুর্নামেন্টের জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না দলটির কোনো ক্রিকেটারকেই।

বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে প্রাক মৌসুম টুর্নামেন্ট ভিজি ট্রফি। এ ট্রফিতে কাশ্মীর ক্রিকেট দলেরও অংশগ্রহণ করার কথা ছিল। তবে টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশন (জেকেসিএ)। এর কারণ হিসেবে উল্লেখ করা হয়, উপত্যকার বাইরে ক্রিকেটারদের নিরাপত্তার নিশ্চয়তা না পাওয়ায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া টুর্নামেন্টের জন্য অধিনায়ক পারভেজ রসুলসহ জম্মু-কাশ্মীরের বেশিরভাগ ক্রিকেটারদের সঙ্গেই যোগাযোগ করতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ ব্যাপারে জম্মু-কাশ্মীর ক্রিকেট অ্যাসোসিয়েশনের (জেকেসিএ) সিইও শাহ বুখারি জানান, 'উপত্যকার পরিস্থিতি উন্নতি হচ্ছে৷ তবে এখনো যা অবস্থা, তাতে ভিজি ট্রফিতে দল পাঠানো আমাদের পক্ষে সম্ভব নয়।সব থেকে বড় সমস্যা হলো ক্রিকেটারদের সঙ্গে যোগাযোগ করা। অ্যাসোসিয়েশনে সব ক্রিকেটারের ফোন নম্বর রয়েছে। তবে কেউই তাদের ল্যান্ড লাইন নম্বর দেয়নি। এখনকার সময়ে ল্যান্ড লাইন ব্যবহার করে খুব কম লোক। সবার মোবাইল নম্বর রয়েছে আমাদের কাছে। যেহেতু উপত্যকায় মোবাইল ফোন কাজ করছে না, তাই অধিনায়ক পারভেজ রসুলসহ দলের বেশিরভাগ ক্রিকেটারদের সঙ্গে আমরা কথা পর্যন্ত বলতে পারিনি।এমনকি আমরা জানি না পর্যন্ত যে, তারা এই মুহূর্তে কোথায় রয়েছে।'

তিনি আরও বলেন, 'ক্রিকেটারদের খোঁজার জন্য আমরা গাড়ি পাঠাতে পারতাম। তবে আমরা জানি না তাদের গ্রামের বর্তমান পরিস্থিতি কেমন। তাই কোনো ঝুঁকি নিতে চাইনি। যেহেতু এটা একটা স্থানীয় টুর্নামেন্ট, কোনো বিসিসিআই টুর্নামেন্ট নয়, তাই এবার ভিজি ট্রফিতে দল না পাঠানোই শ্রেয় মনে হয়েছে আমাদের।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড