• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাজিলের পরবর্তী ম্যাচগুলো কবে-কখন-কোথায়-কার বিপক্ষে?

  ক্রীড়া ডেস্ক

১৯ আগস্ট ২০১৯, ১৬:২৬
কোপা আমেরিকা
কোপা আমেরিকার শিরোপা উদযাপন করছে সেলেসাওরা (ছবি : সংগৃহীত)

ফিফার র‌্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে অবস্থান করছে ব্রাজিল। দারুণ সময় কাটছে সেলেসাওদের। গেল মাসে নবম বারের মতো জিতেছে ফুটবলের সবচেয়ে পুরোনো ও মর্যাদার শিরোপা কোপা আমেরিকা। ৪৬তম কোপার ফাইনালে পেরুকে ৩-১ গোলে হারিয়ে দীর্ঘ এক যুগ পর শিরোপা ঘরে তুলে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।

ঐতিহাসিক মারাকানায় কোপার ফাইনাল খেলার পর জাতীয় দলের জার্সি গায়ে আর মাঠে নামা হয়নি ব্রাজিলিয়ানদের। দুই মাস বিরতির পর আবারও হলুদ-নীল জার্সিধারীরা মাঠে নামবে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে। ল্যাতিন আমেরিকার এই দুই ফুটবল পরাশক্তির বিপক্ষে একটি করে প্রীতি ম্যাচ খেলবে দানি আলভেজ বাহিনী।

আগামী ৭ সেপ্টেম্বর শনিবার হামেস রদ্রিগেজের কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে নেইমাররা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। দুই প্রতিবেশি দলের আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে।

তিন দিন বিরতির পর কোপার দুই ফাইনালিস্ট ব্রাজিল-পেরু মুখোমুখি হবে ১১ সেপ্টেম্বর বুধবার। এই দুই প্রতিবেশির আন্তর্জাতিক প্রীতি ম্যাচটি মাঠে গড়াবে বাংলাদেশ সময় সকাল ৯টায়। এই ম্যাচটি যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া এলএ মেমোরিয়াল কলিজিয়াম স্টেডিয়ামে অনুষ্ঠিহ হবে।

এই দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে গেল ১৬ আগস্ট ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। একই সঙ্গে প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র।

ব্রাজিল স্কোয়াড : গোলরক্ষক : এডারসন, ওয়েভারটন ও ইভান রক্ষণভাগ : দানি আলভেস (অধিনায়ক), ফাগনার, অ্যালেক্স সান্দ্রো, জর্জে, মারকুইনহস, থিয়াগো সিলভা, এডার মিলিটাও ও সামির। মধ্যমাঠ : ক্যাসেমিরো, আর্থার, অ্যালান, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা ও ফিলিপে কৌতিনহো। আক্রমণভাগ : রবার্তো ফিরমিনো, রির্চালিসন, ভিনিসিয়াস জুনিয়র, ডেভিড নেরেস, ব্রুনো হেনরিক ও নেইমার।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড