• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিষিদ্ধ হলেন শেহজাদ

  ক্রীড়া ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ২২:১২
মোহাম্মদ শেহজাদ
আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ (ছবি: সংগৃহীত)

সব ধরনের ক্রিকেট থেকে আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদকে ১২ মাসের জন্য নিষিদ্ধ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। বোর্ডের কোড অফ কন্টাক্ট ভাঙায় তাকে এ শাস্তি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত মাসে একই অপরাধে অনির্দিষ্টকালের জন্য তার কেন্দ্রিয় চুক্তিও স্থগিত করেছিল বোর্ড।

শেহজাদের শাস্তির খবরটি নিশ্চিত করে এসিবি জানায়, 'শেহজাদ এর আগেও এসিবির নিয়ম ও শৃঙ্খলা ভঙ্গ করেছে এবং বোর্ডের কোড অব কন্ডাক্টও অমান্য করেছে। সে এসিবিরি অনুমতি ছাড়াই অনেকবার বিদেশ ভ্রমণে গিয়েছে যা এসিবির নিয়মবহির্ভূত।'

এছাড়া এসিবির পক্ষ থেকে আরও বলা হয়, এসিবি দেশেই উন্নতমানের ট্রেইনিং ও প্র্যাক্টিসের সুযোগ সুবিধার ব্যবস্থা করেছে। তাই এর জন্য আফগান ক্রিকেটারদের বিদেশ ভ্রমণের প্রয়োজন নেই।'

এর আগে বিশ্বকাপ চলাকালীন সময়েও আলোচনায় এসেছিলেন শেহজাদ। বিশ্বকাপের মাঝপথে ইনজুরির কারণে দল থেকে বাদ দেয়া হয় শেহজাদকে। অন্যদিকে এক ভিডিও বার্তায় শেহজাদ জানান, তাকে জোর করে বাদ দেয়া হয়েছে। তার কোনো ইনজুরির সমস্যা ছিল না। তবে এসিবির সিইও আসাদুল্লাহ খান তার এ অভিযোগকে প্রত্যাখ্যান করেন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড