• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশের ক্রিকেটাররা ফিল্ডিংয়ের বেসিক জানে না

  ক্রীড়া ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ১৮:৫৮
মুশফিকুর রহীম
বিশ্বকাপে মুশফিকের রান আউট মিসের মুহূর্ত (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের ব্যর্থতার অন্যতম কারণ বাজে ফিল্ডিং। দৃষ্টিকটু ফিল্ডিংয়ের কারণে বেশ কয়েকবার ম্যাচ থেকেও ছিটকে গেছে তারা। দলের এমন বাজে ফিল্ডিংয়ের কারণ ব্যাখ্যায় দলটির ফিল্ডিং কোচ রায়ান কুক জানিয়েছেন, বাংলাদেশের ক্রিকেটাররা ফিল্ডিংয়ের বেসিকই জানে না।

বাংলাদেশের বাজে ফিল্ডিং নিয়ে কথা বলেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়া দলের ফিল্ডিং কোচকে দলের এমন অবস্থার কারণ জিজ্ঞেস করা হয়েছিল জানিয়ে পাপন বলেন, ‘ফিল্ডিং কোচকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পারফরম্যান্স এমন হলো কেন। সে অনেক জিনিস দেখিয়েছে, অনেক কথা বলেছে একটা জিনিস আমাদের মনে লেগেছে, সে বলেছে দেখো জাতীয় দলে যখন আসে তখন আমি ফিল্ডিংটাকে উন্নত করাতে পারি কিন্তু বেসিকতো শিখাতে পারব না। ওরা তো বেসিকই জানে না।’

এছাড়া ফিল্ডিংয়ে উন্নতি করার জন্য বয়সভিত্তিক দলগুলোকে বেসিক শেখানো হবে বলে জানান পাপন। তিনি বলেন, ‘এই বেসিক শিখতে হবে ওদের আরও আগেই। এইচপি, অনূর্ধ্ব ১৯, এ দল সেখান থেকে আমাদের বেসিক শিখানো শুরু করতে হবে। ফিল্ডিংয়ে বেসিক যেন আগে থেকে শুরু হয় এবং ফিটনেস নিয়ে আমরা কাজ করছি। আশা করি আগামী ২ বছরের মধ্যে আমরা ভালো একটি দল পাব।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড