• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে ফেসবুক লাইভে রিয়াদ (ভিডিও)

  ক্রীড়া ডেস্ক

১৮ আগস্ট ২০১৯, ১৮:০২
সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ
বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপে সাকিব ও মাহমুদউল্লাহর দ্বন্দ্ব নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এছাড়া বিভিন্ন সংবাদমাধ্যমেও এ ইস্যু নিয়ে খবর ছাপা হয়েছে। এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি জানান, সাকিব ও তার মধ্যে কোনো দ্বন্দ্বই নেই।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো মাহমুদউল্লাহ ও সাকিবের দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদন ছাপা হয়। এছাড়া সাকিব মাহমুদউল্লাহকে বিশ্বকাপের একাদশ থেকেই বাদ দিতে চেয়েছিলেন বলে জানায় তারা। তাদের ওই প্রতিবেদনের সূত্র ধরে বাংলাদেশের অনলাইন পত্রিকাগুলোও তাদের এ দ্বন্দ্ব নিয়ে খবর ছাপানো শুরু করে। সেসব খবর মাহমুদউল্লাহর চোখও এড়ায়নি। তাই বাধ্য হয়ে ফেসবুক লাইভে এসে সাকিব ও তার সম্পর্ক নিয়ে কথা কথা বলেন মাহমুদউল্লাহ।

সাকিব ও তার মধ্যে কোনো দ্বন্দ্ব নেই জানিয়ে মাহমুদউল্লাহ বলেন, 'আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কিছুক্ষণ আগে অনলাইন নিউজে একটা খবর দেখলাম যে, সাকিবের সাথে ড্রেসিংরুমের ঘটনাটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে সাকিবের সাথে আমার কোনো ধরনের দ্বন্দ্ব বা সমস্যা কিছুই হয়নি। আমরা অনেকদিন ধরেই একসাথে খেলছি। আমরা খুবই ভালো টিমমেট ছিলাম, এখনো আছি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকব।'

এছাড়া এ দ্বন্দ্বের ইস্যুকে মিথ্যা বলে দাবি করেছেন মাহমুদউল্লাহ। এছাড়া সামনের খেলার জন্যও তিনি সবার কাছে দোয়া চাইছেন। তিনি বলেন, 'আমার মনে হয় এটা মিথ্যা একটা কথা যে, সাকিবের সাথে আমার কোনো রকমের ইস্যু হয়েছে। এটা সম্পূর্ণ মিথ্যা। এ জিনিসটা আমার মনে হয়েছে পরিষ্কার করা প্রয়োজন। এজন্যই আমার এই ভিডিওটা পাঠানো। সামনে আমাদের অনেক গুরুত্বপূর্ণ খেলা আছে। সবার জন্য দোয়া করবেন যেন আমরা বাংলাদেশের হয়ে ভালো খেলতে পারি।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড