• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৫ °সে
  • বেটা ভার্সন
sonargao

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ, লঙ্কানদের দারুণ সূচনা

  ক্রীড়া প্রতিবেদক

১৮ আগস্ট ২০১৯, ১০:৩০
বাংলাদেশ ইমার্জিং দল
বাংলাদেশ ইমার্জিং দল (ছবি : সংগৃহীত)

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে শ্রীলঙ্কা ইমার্জিং দল। এতে ফিল্ডিং করতে হচ্ছে স্বাগতিক বাংলাদেশ ইমার্জিং দলকে। টস জিতে ব্যাট করতে নেমে দারুণ সূচনা করে সিংহলরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৫ রান।

রবিবার (১৮ আগস্ট) সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয় দুই দল। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হয় ম্যাচটি। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা ।

প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে সফরকারীরা। তবে সপ্তম ওভারের প্রথম বলে সিংহল শিবিরে প্রথম আঘাত হানে জুনিয়র টাইগাররা। ওপেনার পাঠুম নিসঙ্কাকে ব্যক্তিগত ১৮ রানে এলবির ফাঁদে ফেলেন পেসার শফিকুল ইসলাম। নিজের পরের ওভারে আরেক ওপেনার সান্দুন উইরাককোডিকে (৩১) বোল্ড করে সাজ ঘরে পাঠান এ টাইগার।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), ইয়াসির আলী (সহ-অধিনায়ক), মাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, নাঈম হাসান, ইয়াসিন আরাফাত মিশু, শফিকুল ইসলাম ও শহিদুল ইসলাম।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড