• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ব্রাজিলের শক্তিশালী দল ঘোষণা, ফিরেছেন নেইমারও

  ক্রীড়া ডেস্ক

১৭ আগস্ট ২০১৯, ২০:২৪
নেইমার
ইনজুরি কাটিয়ে ফিরেছেন নেইমার (ছবি : সংগৃহীত)

কোপা আমেরিকার শিরোপা জয়ের পর এক মাস বিরতি দিয়ে আবারও মাঠের লড়াইয়ে নামতে যাচ্ছে ব্রাজিল। আগামী সেপ্টেম্বরে কলম্বিয়া ও পেরুর বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। আসন্ন এই দুই ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)

ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন ব্রাজিলের পোস্টার বয় নেইমার। একই সঙ্গে প্রথমবারের মতো দলে সুযোগ পেয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। ইনজুরির করাণে কোপা খেলেনি নেইমার। দীর্ঘদিন মাঠের বাইরে থাকলেও নেইমার দলে ফিরলে আত্মবিশ্বাস ফিরে পাবে অন্যরা। এমনটাই মনে করেন দলটির কোচ তিতে।

কোপা আমেরিকা জয়ের পর ভালো ফর্মে আছে দল বলেও জানান তিনি। এছাড়াও তিতে বলেন, দলবদল নিয়ে জটিলতা থাকলেও নেইমার চাপমুক্ত আছেন।

দীর্ঘ এক যুগ অপেক্ষার পর গত ৭ জুলাই পেরুকে হারিয়ে নবম কোপা শিরোপা ঘরে তুলে ব্রাজিল। এতে আত্মবিশ্বাসী দলের প্রতিটি সদস্য। মাসখানেক বিশ্রামের পর আবারও মাঠে নামছে সেলেসাওরা। নিজেদের ঝালিয়ে নেয়ার মঞ্চ প্রতিপক্ষে সেই পেরু ও কলম্বিয়া।

তিতের দলে অনেকদিন পর সুযোগ হয়েছে ফ্যাবিনহোর। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন কোপার সেরা গোলরক্ষক অ্যালিসন বেকার। নিষেধাজ্ঞা থাকায় সুযোগ হয়নি গ্যাব্রিয়েল জেসুসের।

ব্রাজিল স্কোয়াড :

গোলরক্ষক : এডারসন, ওয়েভারটন ও ইভান

রক্ষণভাগ : দানি আলভেস (অধিনায়ক), ফাগনার, অ্যালেক্স সান্দ্রো, জর্জে, মারকুইনহস, থিয়াগো সিলভা, এডার মিলিটাও ও সামির।

মধ্যমাঠ : ক্যাসেমিরো, আর্থার, অ্যালান, ফ্যাবিনহো, লুকাস পাকুয়েতা ও ফিলিপে কৌতিনহো।

আক্রমণভাগ : রবার্তো ফিরমিনো, রির্চালিসন, ভিনিসিয়াস জুনিয়র, ডেভিড নেরেস, ব্রুনো হেনরিক ও নেইমার।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড