• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশের কোচ হতে পেরে রোমাঞ্চিত ডোমিঙ্গো

  অধিকার ডেস্ক    ১৭ আগস্ট ২০১৯, ১৯:৪১

রাসেল ডোমিঙ্গো
বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ রাসেল ডোমিঙ্গো (ছবি: সংগৃহীত)

সাকিবদের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডোমিঙ্গোকে। আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের দায়িত্ব নেবেন এ দক্ষিণ আফ্রিকান। শনিবার (১৭ আগস্ট) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশের প্রধান কোচ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন নতুন এ কোচ। বিসিবির ঘোষণার পর এক প্রতিক্রিয়ায় ডোমিঙ্গো জানান, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান কোচের দায়িত্ব পেয়ে আমি সম্মানিত। বাংলাদেশ দলের উন্নতির ধারা খুব আগ্রহের সঙ্গে অনুসরণ করে আসছি। তাই তাদের সহায়তা করতে খুবই রোমাঞ্চিত আমি, যেন তারা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে।'

এছাড়া তিনি আরও বলেন, 'বর্তমান প্লেয়ারদের উন্নতির ধারা ধরে রাখতে মুখিয়ে আছি। একই সঙ্গে বাংলাদেশ ক্রিকেটের প্রতিভাবান ক্রিকেটারদের থেকে উঠে আসা উদীয়মান তারকাদের ভবিষ্যৎ উন্নয়নে কাজ করতে অপেক্ষায় আছি।'।

উল্লেখ্য, স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হবেন ডোমিঙ্গো। চলতি মাসের ২১ তারিখ থেকে তিনি দলের দায়িত্ব নিবেন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড