• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

রুথ স্ট্রস স্মরণে লাল পোশাকে লর্ডস

  ক্রীড়া ডেস্ক

১৫ আগস্ট ২০১৯, ১৯:৪৬
অ্যান্ড্রু স্ট্রস
রুথ ফাউন্ডেশনের প্রচরাণায় নেতৃত্বে স্ট্রস (ছবি : সংগৃহীত)

রুথ স্ট্রস ফাউন্ডেশন ডের উদ্বোধনীতে লডর্সে লাল পোশাক পরল ক্রিকেটাররা। ধারাভাষ্যকক্ষ ও গ্যালারিতে দর্শকরা স্মরণ করেন রুথকে। মরণঘাতী ফুসফুস ক্যানসারের সচেতনতার জন্য রুথ স্ট্রস ফাউন্ডেশন ডের সূচনা। লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে এ প্রচরাণা চালান রুথ স্ট্রসের স্বামী ও সাবেক ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস।

২০১৭ সালে ফুসফুস ক্যানসারে মারা যান স্ট্রসের স্ত্রী রুথ। স্ত্রীর অকাল মৃত্যুতে ইসিবির টিম ডিরেক্টরের পদ থেকেও সরে যান স্ট্রস। বর্তমানে তিনি ফুসফুস ক্যানসারের সচেতনতার জন্য রুথ স্ট্রস ফাউন্ডেশন তৈরি করেছেন। অস্ট্রেলিয়ার কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রার স্ত্রী জেনও ব্রেস্ট ক্যানসারে মারা যায়। সে কারণে সিডনি টেস্টের তৃতীয় দিনে জেনকে স্মরণ করে গোলাপি পোশাক পরেন অজি ক্রিকেটার ও দর্শকরা।

রুথ ফাউন্ডেশন ডে কেবল ফুসফুস ক্যানসারের সচেতনতার জন্যই না, বরং মরণঘাতী এ রোগের প্রতিকারের জন্য গবেষণার কাজকেও গুরুত্ব দিচ্ছে। লর্ডস টেস্টে দর্শকরা লাল ব্লেজার পরে মাঠে আসেন, ইংলিশ ক্রিকেটাররও মাথায় লাল টুপি পরে মাঠে নেমেছেন।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড