• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

বড় শাস্তি পেলেন আফগান ক্রিকেটার

  ক্রীড়া ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ২২:১১
মোহাম্মদ শেহজাদ
আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ (ছবি: সংগৃহীত)

বোর্ডের নিয়ম না মেনে বিনা অনুমতিতে বিদেশ ভ্রমণে যাওয়ায় বড় ধরনের শাস্তি পেলেন আফগান ক্রিকেটার মোহাম্মদ শেহজাদ। অনির্দিষ্টকালের জন্য তার কেন্দ্রিয় চুক্তি স্থগিত করেছেন আফগান ক্রিকেট বোর্ড (এসিবি)।

এক বিজ্ঞপ্তিতে আফগান বোর্ড শেহজাদের শাস্তির ব্যাপারটি নিশ্চিত করে। বিশ্বকাপের সময় দলের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে ডাকা হয়। কিন্তু বোর্ডের দাকে সাড়া না দিয়ে বিদেশ ভ্রমণে যান এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। আর এ কারণেই শাস্তি পেলেন তিনি। চুক্তি স্থগিতের কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বোর্ড উল্লেখ করেন, 'এর আগেও অনেকবার বোর্ডের কোড অব কন্ডাক্ট অমান্য করেছে শেহজাদ। ওয়ানডে বিশ্বকাপের সময় দলের শৃঙ্খলা ভঙ্গ করায় তাকে ডিসিপ্লিনারি কমিটিতে ডাকা হয়। কিন্তু গত মাসের ২০ এবং ২৫ তারিখ তাকে উপস্থিত থাকতে বলার পরেও আসেনি।'

এর আগে বিশ্বকাপ চলাকালীন সময়েও আলোচনায় এসেছিলেন শেহজাদ। বিশ্বকাপের মাঝপথে ইনজুরির কারণে দল থেকে বাদ দেয়া হয় শেহজাদকে। অন্যদিকে এক ভিডিও বার্তায় শেহজাদ জানান, তাকে জোর করে বাদ দেয়া হয়েছে। তার কোনো ইনজুরির সমস্যা ছিল না।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড