• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

দল জিতলে বেঞ্চে থাকতেও রাজি স্টার্ক

  ক্রীড়া ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ১৭:৫৪
মিচেল স্টার্ক
অস্ট্রেলিয়ান ফার্স্ট বোলার মিচেল স্টার্ক

ইংল্যান্ডের মাটিতে সর্বশেষ বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি বোলার মিচেল স্টার্ক সেই ইংল্যান্ডেই দেখলেন মুদ্রার অপর পিঠ। স্বাগতিকদের বিপক্ষে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টে তিনি ছিলেন একাদশের বাইরে। তবে অস্ট্রেলিয়া জিতলে বেঞ্চে থাকতেও আপত্তি নেই এ বোলারের।

স্টার্ক ইংল্যান্ডের মাটিতে বিশ্বকাপে শিকার করেছেন ২৭ উইকেট। বিশ্বকাপ শেষেই তার দল নেমে পড়েছে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ খেলতে। বিশ্বকাপে এমন দুর্দান্ত পারফর্মে অ্যাশেজের চূড়ান্ত স্কোয়াডেও জায়গা করে নিয়েছেন তিনি। তবে সবাইকে অবাক করে দিয়ে স্টার্ককে বাদ দিয়েই প্রথম টেস্টের একাদশ সাজায় অস্ট্রেলিয়ার টিম ম্যানেজম্যান্ট। ফর্মে থাকা স্টার্ক অবশ্য বাদ পরেও হতাশ নন। তার কাছে দলের জয়ই মুখ্য। ক্রিকেট বিষয়ক এক ওয়েবসাইটকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এ বোলার।

সাক্ষাৎকারে স্টার্ক বলেন, 'আমরা এখানে (ইংল্যান্ড) এসেছি অ্যাশেজ জিততে। আমরা তো আর শুধু শুধু আসিনি। এবারের অ্যাশেজ আমরা জিততে চাই। আর সেটা যদি প্রত্যেক ম্যাচে আলাদা একাদশে নিয়ে আসে কিংবা পাঁচ টেস্টে একই একাদশ নিয়ে হয়, কোনো সমস্যা নেই। আমাদের মূল লক্ষ্য হলো অ্যাশেজ জয়।'

তবে এখনই আশা হারাচ্ছেন না স্টার্ক। এখনো সিরিজের চার ম্যাচ বাকি। তাই দলে জায়গা পেতে কঠোর পরিশ্রম করেছেন তিনি। এছাড়া দলে জায়গা না পাওয়া আরেক পেসার হ্যাজেলউডও জায়গা পেতে মরিয়া। এ ব্যাপারে স্টার্ক বলেন, 'জশ (হ্যাজেলউড) ও আমি কঠোর পরিশ্রম করে চেষ্টা চালিয়ে যাচ্ছি (একাদশে ফিরতে)। অবশ্য এটা পুরো দলের সবাই করছে।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড