• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

শোয়েব মালিকের ছক্কাতে কাঁচ ভাঙার দৃশ্য ভাইরাল (ভিডিও)

  ক্রীড়া ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ১৩:২১
শোয়েব মালিক
গ্লোবাল টি-টুয়েন্টিতে ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে খেলছেন মালিক (ছবি : সংগৃহীত)

শোয়েব মালিক ছক্কা হাঁকিয়ে ড্রেসিংরুসের কাঁচ ভেঙে দিয়েছেন গ্লোবাল টি-টুয়েন্টিতে। ভ্যাঙ্কুভার নাইটসের হয়ে খেলতে নেমে এই বিরল দৃশ্য তৈরি করলেন তিনি। তার কাঁচ ভাঙার দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

বৃহস্পতিবার কানাডার গ্লোবাল টি-টুয়েন্টি টুর্নামেন্টে অসাধারণ দুটি ছক্কা হাঁকিয়ে কাঁচ ভেঙে ফেলেন পাকিস্তানের এ সাবেক অধিনায়ক। ইংল্যান্ড বিশ্বকাপ শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন অলরাউন্ডার শোয়েব মালিক।

এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকেও বাদ পড়েন তিনি। তবে গ্লোবাল টি-টুয়েন্টি টুর্নামেন্টে ব্যাট হাতে বিশাল ছক্কা হাঁকিয়ে ড্রেসিংরুমের কাঁচ ভাঙলেন শোয়েব। ব্রাম্পটনে সিএ সেন্টারে অনুষ্ঠিত ম্যাচে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৮৬ রানে ৩ উইকেট হারায় ভ্যাঙ্কুভার নাইটস। এরপর ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন শোয়েব মালিক ও আন্দ্রে রাসেল।

মাত্র ২৬ বলে তিন ছক্কা ও চারটি বাউন্ডারিতে ৪৬ রান করেন শোয়েব মালিক। ইনিংসের ১৩ ও ১৪তম ওভারে পাকিস্তানের পেসার ওয়াহাব রিয়াজ ও নিউজিল্যান্ড স্পিনার ইশ সোধিকে দুটি বিশাল ছক্কা মারেন শোয়েব। দুটি ছক্কাতে কানাডার সিএ সেন্টোরের জানালার দুটি কাঁচ ভেঙে ফেলেন তিনি। শোয়েব মালিকের মতো মারমুখি ব্যাট করেন ক্যারিবীয় তারকা আন্দ্রে রাসেল। ২১ বলে ৪৩ রান করেন ক্যারিবীয় তারকা। এ দুজনের ব্যাটে ১৬ ওভারের ম্যাচে ১৭০ রান তোলে ভ্যাঙ্কুবার। জবাবে ১০৩ রান তোলে ব্রাম্পটন উলভস। ডাকওয়ার্থ লুইস মেথডে ৭৭ রানে জিতেছে শোয়েব মালিকের দল।

In an unusual scenario, @realshoaibmalik literally hit two glass breaking sixes.#GT2019 #BWvsVK pic.twitter.com/5kuAQoQBbE

— GT20 Canada (@GT20Canada) August 9, 2019

ওডি/এনএ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড