• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

ইংলিশ প্রিমিয়ার লিগ

নতুন অধিনায়ক সিলভার নেতৃত্বে মৌসুম শুরু করবে ম্যানসিটি

  ক্রীড়া ডেস্ক

১০ আগস্ট ২০১৯, ০৮:৫৯
ইপিএলের শিরোপা হাতে ডেভিড সিলভা (ছবি : সংগৃহীত)
গেল মৌসুমে ইপিএলের শিরোপা হাতে ডেভিড সিলভা (ছবি : সংগৃহীত)

জমজমাট ইংলিশ প্রিমিয়ার লিগের খেলা শুরু হয়েছে শুক্রবার (৯ আগস্ট)। প্রথম দিনেই মাঠে নেমে দুর্দান্ত জয় পেয়েছে গতবারের রানার্স-আপ লিভারপুল। শনিবার (১০ আগস্ট) দ্বিতীয় দিনে মাঠে নামছে ইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। বাংলাদেশ সময় বিকাল ৫টায় ওয়েস্ট হ্যামের বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা। এই ম্যাচে চ্যাম্পিয়নদের হয়ে নতুন অধিনায়কত্ব পেতে যাচ্ছেন স্পেনের ডেভিড সিলভা।

ইংলিশ প্রিমিয়ার লিগে একই দিনে মাঠে নামবে টটেনহ্যাম-অ্যাস্টনভিলা; ম্যাচটি হবে রাত ১০টা ৩০। এছাড়া চ্যাম্পিয়নস কাপে ইতালির ক্লাব জুভেন্তাসের মুখোমুখি হবে স্পেনের ক্লাব অ্যাতলেটিকো মাদ্রিদ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টা ৫ মিনিটে।

ওয়েস্ট হ্যামের বিপক্ষে আজ ম্যানসিটির অধিনায়কের দায়িত্ব পালন করেন স্প্যানিশ মিডফিল্ডার সিলভা। গতকাল দলটির কোচ পেপ গার্দিওলা অধিনায়ক হিসেবে অভিজ্ঞ এই স্প্যানিশ মিডফিল্ডারের নাম ঘোষণা করেন। সিটিতে ৩৩ বছর বয়সী সিলভার এটাই শেষ মৌসুম। অধিনায়ক নির্বাচনের জন্য দলের মধ্যে হওয়া এক ভোটাভুটিতে সবচেয়ে বেশি ভোট পান তিনি।

সিলভাকে অধিনায়ক ঘোষণার পর গার্দিওলা বলেন, ‘সিলভা আমাদের অধিনায়ক হবে। এখানে সে ১০ বছর ধরে আছে। সে ক্লাবটাকে জানে, প্রিমিয়ার লিগটাকে জানে। তার প্রতি সতীর্থদের দারুণ শ্রদ্ধা আছে। যে সিদ্ধান্ত নেওয়া হল তা ক্লাবের জন্যে সবচেয়ে ভালো। সে একজন ভালো অধিনায়ক হবে।’

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড