• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

এক ম্যাচে ৫ হ্যাটট্রিক ও তলিসোর সুপার হ্যাটট্রিক

  ক্রীড়া ডেস্ক

০৯ আগস্ট ২০১৯, ১২:৩৮
লেভানোডফস্কির
লেভানোডফস্কির (ছবি : সংগৃহীত)

প্রাক মৌসুম প্রস্তুতি ম্যাচে বিশাল এক জয় পেয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। অপেক্ষাকৃত দুর্বল ক্লাব রটেচ-ইগার্ণকে ২৩-০ গোলে উড়িয়ে দিয়েছে বাভারিয়ানরা। যেখানে প্রথমার্ধে হয় ১১ গোল আর দ্বিতীয়ার্ধে হয় বাকি ১২ গোল!

গত মৌসুমে এই একই দলের বিপক্ষে ২০-২ গোলের জয় পেয়েছিল বায়ার্ন। গেল বার দুটি গোল শোধ করতে পারলেও এবার তা হয়নি। গুনে গুনে ২৩টি গোল হজম করতে হয়েছে রটেচ-ইগার্ণকে।

ম্যাচে হ্যাটট্রিক করেছেন সর্বমোট ৫ জন ফুটবলার। তার মধ্যে আবার সুপার হ্যাটট্রিক আছে তলিসোর। লেভানোডফস্কি, মুলার, গরেটজকা, এবং রেইডট করেছেন হ্যাটট্রিক।

জোড়া গোল করেছেন সানচেজ, এছাড়া একটি করে গোল করেছেন বায়ার্নের ডিজাকু, জিনার্বি, সিং, এবং নলেন বার্গার। আর একটি গোল এসেছে আত্মঘাতী থেকে।

এমনও হয়েছে তিন মিনিটে তিন গোল! খেলার প্রথম ১০ মিনিটেই হয় ৩ গোল। ১৬, ২০, ৩০, ৩৪ ও ৩৮তম মিনিটের মাথায় আট গোল করে ফেলে বায়ার্ন। প্রথমার্ধ শেষের ঠিক আগ মুহূর্তে অর্থাৎ ৪১-৪৩তম মিনিটে হয় আরও ৩ গোল!

দ্বিতীয়ার্ধের শুরুতেই হয় গোল; শেষ পর্যন্ত ১২টি গোলে শেষ হয় দ্বিতীয় পর্বের খেলা। আগামী ১৭ আগস্ট লিগের খেলা শুরু করবে বায়ার্ন।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড