• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমলার আকস্মিক অবসরে শক্তি হারাল দক্ষিণ আফ্রিকা

  ক্রীড়া ডেস্ক

০৯ আগস্ট ২০১৯, ১১:০১
হাশিম আমলা
হাশিম আমলা (ছবি : সংগৃহীত)

হুট করেই আন্তর্জাতিক ক্রিকেটের সব সংস্করণ থেকে অবসরের ঘোষণা দিলেন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান হাশিম আমলা। বৃহস্পতিবার (৮ আগস্ট) এক আবেগঘন টুইট বার্তায় নিজের অবসর ঘোষণা দেন এই প্রোটিয়া গ্রেট।

দিন তিনেক আগে টেস্টকে বিদায় জানান আমলার প্রোটিয়া সতীর্থ ডেল স্টেইন। এবার সেই পথে হাঁটলেন এই ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন আমলা।

২০০৪ সালে কলকাতায় ভারতের বিপক্ষে অভিষেক হয় ডানহাতি এই ব্যাটসম্যানের। এরপর দীর্ঘ ১৫ বছরে দক্ষিণ আফ্রিকার হয়ে ১২৪টি টেস্ট ম্যাচ খেলে ৯২৮২ রান এবং ৪১টি ফিফটি ও ২৮টি সেঞ্চুরি হাঁকিয়েছেন। ওয়ানডেতে করেছেন ৮১১৩ রান কেবল ১৮১টি ম্যাচে; যেখানে ৩৯টি ফিফটি ও ২৭টি সেঞ্চুরি আছে আমলার। এছাড়া টি-টুয়েন্টিতে ৪৪ ম্যাচ খেলে সেঞ্চুরি না পেলেও ৮টি ফিফটি হাঁকিয়ে করেছেন ১২৭৭ রান!

দুনিয়া জুড়ে নাম কুড়ানো আমলা আন্তর্জাতিক ক্রিকেটে তার ১৫ বছরের পথচলা থামিয়েছেন কৃতজ্ঞচিত্তেই। ওই টুইট বার্তায় তিনি বলেন, ‘প্রথমতো ধন্যবাদ সৃষ্টিকর্তাকে আমাকে প্রোটিয়াদের যাত্রায় অংশ নিতে দেওয়ার জন্য। এটা একটা অন্যরকম সম্মান। আমি অনেক কিছু শিখেছি এই যাত্রায়, অনেক বন্ধু পেয়েছি, আনন্দ আর ভালোবাসা ভাগাভাগি করেছি।’

টুইটে তিনি আরও বলেন, ‘আমি আমার বাবা-মাকে ধন্যবাদ জানাই, প্রার্থনা করি তাদের জন্য। প্রোটিয়াদের হয়ে খেলার জন্য তারা আমাকে যে ভালোবাসা আর সমর্থন করেছেন তা অতুলনীয়। আমি ধন্যবাদ দেই আমার পরিবারকে, বন্ধুদের, আমার এজেন্টকে, আমার সতীর্থদের। ধন্যবাদ জানাই সাপোর্ট স্টাফের সদস্যদের। সবাইকে আমার হৃদয় থেকে ধন্যবাদ।’

আমলার অবসরে তারই এক সময়ের সতীর্থ এবি ডি ভিলিয়ার্স ও জ্যাক ক্যালিস টুইটে তাকে শুভেচ্ছা এবং আগামী দিনের জন্য শুভকামনা জানান- টেলিগ্রাপকে এক টেক্সটে ক্যালিস জানান, সে (আমলা) দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে একজন কিংবদন্তি। তার অবসরের সিদ্ধান্তে আমি শুভেচ্ছা জানাচ্ছি।'

আমলার সঙ্গে খেলেছেন ডি ভিলিয়ার্সও; অবসরের ঘোষণার পর টুইটে ডি ভিলিয়ার্স লেখেন, 'অনেকেই আসলো গেল, কিন্তু তোমার (আমলা) লড়াইয়ের কৌশল, মানবিকতা ও অবিশ্বাস ট্যালেন্ট যা কেবল তোমারই আছে- যা তোমাকে চূড়ায় তুলেছে।'

এক সময়ে শুধুমাত্র লাল বলের ক্রিকেট বিশেষজ্ঞ হিসেবে আমলাকে ধরা হলেও ওয়ানডে ক্রিকেটে আমলার রেকর্ড যে কোনো ক্রিকেটারের কাছে ঈর্ষার বিষয়। এক সময়ে দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ২-৭ হাজার রান করেন। সাদা বলের ক্রিকেটে ৫০-এর বেশি গড় ও ১০০-এর বেশি স্ট্রাইক রেট নিয়ে নিজের ক্রিকেটার জীবনে ইতি টানলেন।

সবশেষ দ্বাদশ বিশ্বকাপটা মন মতো রাঙানো হয়নি আমলার। মাত্র দুই ফিফটিতে প্রত্যাশা মেটাতে পারেননি। দলও পায়নি সাফল্য। বিশ্বকাপে স্টেইন অংশ না নিলেও আসরটি শেষ হওয়ার পরপরই অবসরের ঘোষণা দেন। এবার আমলার অবসর দক্ষিণ আফ্রিকার কাছে বড় ধাক্কা। দলে যে অভিজ্ঞতার অভাব দেখা দেবে তা বলার অপেক্ষা রাখে না। আমলার অবসরে বিশ্বক্রিকেট হারাল বর্তমান যুগের এক অন্যতম সেরা খেলোয়াড়কে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড