• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

দুই বছর নয়, কেবল এক ম্যাচের জন্য নিষিদ্ধ হলেন মেসি

  ক্রীড়া ডেস্ক

২৪ জুলাই ২০১৯, ০৮:৫৭
চিলির বিপক্ষে মেডেলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন মেসি  (ছবি : সংগৃহীত)
চিলির বিপক্ষে মেডেলের সঙ্গে ঝামেলায় জড়িয়ে লাল কার্ড দেখেন মেসি (ছবি : সংগৃহীত)

কোপা আমেরিকার আয়োজক দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ও রেফারিদের বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়ে নিজেরই মহাবিপদ ডেকে আনলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। কনমেবলের নীতিমালা অনুসারে, সংস্থাটি কিংবা তার কর্মীবৃন্দকে উদ্দেশ্য করে অপমানসূচক কিছু বলা হলে কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে। ফলে শাস্তি হিসেবে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী মেসিকে জাতীয় দলে এক ম্যাচ নিষিদ্ধ এবং ১৫০০ ডলার জরিমানা করা হয়েছে।

আশঙ্কা ছিল কোপা আমেরিকায় দুর্নীতি বিষয়ক মন্তব্যের প্রেক্ষিতে দুই বছরের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ হতে পারেন আর্জেন্টাইন তারকা। কিন্তু কেবল এক ম্যাচের জন্যই মেসিকে নিষিদ্ধ করল তারা। ১৫০০ ডলার জরিমানা; যা বাংলাদেশি টাকায় ১ লাখ ২৭ হাজার ৮৭ টাকা! মেসির প্রতি ঘণ্টার আয়ের থেকেও কম টাকা জরিমানা করা হয়েছে; প্রতি ৬০ মিনিটে মেসির আয় ১ লাখ ৮৮ হাজার ৪৮৪ টাকা প্রায় (http://www.whatfootballersearn.com)।

চিলির বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে গ্যারি মেডেলের সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে সরাসরি লাল কার্ড দেখেছিলেন মেসি ও মেডেল। তবে রেফারির ওই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। আর্জেন্টিনা ম্যাচটা জিতলেও বিতর্কিত লাল কার্ড পাওয়ার প্রতিবাদস্বরূপ পদক নিতে যাননি মেসি। আসরের রেফারিদের ‘দুর্নীতিপরায়ণ’ বলে উল্লেখ করেন তিনি। আর ব্রাজিলের প্রতি ‘পক্ষপাতমূলক’ আচরণের অভিযোগ আনেন কনমেবলের বিরুদ্ধে।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড