• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

প্রস্তুতি ম্যাচে টাইগারদের বড় লক্ষ্য দিল শ্রীলঙ্কা

  ক্রীড়া ডেস্ক

২৩ জুলাই ২০১৯, ১৫:১৬
টাইগারদের সামনে বড় লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা
টাইগারদের সামনে বড় লক্ষ্য দিয়েছে শ্রীলঙ্কা (ছবি : সংগৃহীত)

শ্রীলঙ্কা সফরে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার (২৩ জুলাই) দেশটির বোর্ড প্রেসিডেন্ট একাদশের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচটিতে টস জিতে তামিমদের বিপক্ষে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৮৩ রানের লক্ষ্য দেয় লঙ্কানরা।

এরই মধ্যে জয়ের লক্ষ্য মাঠে নেমেছে টাইগার দুই ওপেনার তামিম ইকবাল ও সৌম্য সরকার। এই রিপোর্ট লেখা পর্যন্ত ৮ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৩৫ রান।

কলম্বোর পি সারা ওভালে দিবারাত্রির এ প্রস্তুতি ম্যাচটির নিয়ন্ত্রণ শুরুতে টাইগারদের হাতেই ছিল। প্রথম ১০ ওভারের মধ্যেই শ্রীলঙ্কা বোর্ড প্রেসিডেন্ট একাদশের ৩ উইকেট তুলে নেয় বাংলাদেশ। যার দুটি পেয়েছেন রুবেল হোসেন, তাসকিন আহমেদ একটি।

দলীয় ৩২ রানে তিন উইকেট হারিয়ে বিপদে থাকা লঙ্কানরা রানের চাকা কিছুটা সচল রাখার চেষ্টা করেন; এরপর ১১৪ রান তুলতে আরও তিনটি উইকেট হারায় স্বাগতিকরা।

রুবেল, সৌম্যর দারুণ বোলিংয়ে ১৪৬ রানেই ৬ উইকেট হারানো লঙ্কানদের বিপর্যয়ে থেকে টেনে তুলে ঝড়ো ব্যাটিংয়ে রানের বড় ভিত গড়ে দিয়েছেন ৬৩ বলে ৮৬ রানের অপরাজিত ইনিংস খেলা দানুস্কা সানাকা। ৩০ বলে ২৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দানুস্কাকে যোগ্য সঙ্গ দেন ওয়ানিন্দু হাসারাঙ্গা।

শেষ ৫ ওভারেই আসে মূল্যবান ৫১টি রান। বল হাতে টাইগারদের হয়ে রুবেল ও সোম্য ২টি করে, তাসকিন, মুস্তাফিজ ও মোসাদ্দেক নেন ১টি করে উইকেট।

স্কোর কার্ড : বোর্ড প্রেসিডেন্ট একাদশ : ২৮২/৮ (৫০ ওভার)

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড