• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

নিজেদের প্রমাণ করার সিরিজ এটা : তামিম

  ক্রীড়া ডেস্ক

২২ জুলাই ২০১৯, ২১:২২
বাংলাদেশ-শ্রীলঙ্কা
বাংলাদেশ-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ (ছবি : সংগৃহীত)

আগামীকাল (২৩ জুলাই) শ্রীলঙ্কা বোর্ড একাদশের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। পি সারা ওভালে বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটায় শুরু হবে ম্যাচটি। এরই মধ্যে ফরহাদ রেজা, মোহাম্মদ মিঠুন, এনামুল হক বিজয় ও সাব্বির রহমান দলের সঙ্গে যোগ দিয়েছেন।

দ্বিতীয় দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে নানা প্রতিকূলতাকে সামনে নিয়ে ওয়ানডে সিরিজ শুরু করবে তারা। এবারের সফরে পূর্ণাঙ্গ শক্তিমত্তা নেই টাইগারদের। সাকিব আল হাসান হজের কারণে বিশ্রামে রয়েছেন। লিটন দাসও বিয়ের কারণে ছুটি পেয়েছেন। পরে অধিনায়ক মাশরাফি ও সাইফউদ্দিনের চোটে দিকভ্রান্ত হয়ে পড়ে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে লড়াইয়ে নেতৃত্ব নিলেন তামিম। তাই লঙ্কানদের বিপক্ষে অন্য সবার চেয়ে আত্মবিশ্বাস বেশি তার।

‘আমি আশা করি দুই দলই ভালো দল। আমাদেরও যথেষ্ট প্রমাণ করার আছে, লঙ্কানদেরও প্রমাণ করা আছে। আশা করছি ভালো একটি সিরিজ হবে। আমরা দুই দিন আগে আসতে পেরেছি। আবহাওয়া গরম এখানে। অভ্যস্ত হওয়ার ব্যাপার রয়েছে। যারা ম্যাচের একাদশে খেলবে তাদের অধিকাংশকে সুযোগ দেওয়া হবে কালকের অনুশীলন ম্যাচে।'

এ দিকে, ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদও আশাবাদী দলের ব্যাপারে। কঠিন হলেও লঙ্কানদের বিপক্ষে ভালো রকমের প্রস্তুতি নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বলেন তিনি- ‘শ্রীলঙ্কায় অবশ্যই কঠিন আমরা জানি এটা। সুযোগ পাচ্ছে তাদের জন্য একটা সুযোগ এ সিরিজ। তারপরও আমরা রেডি আমাদের টিমের যে স্ট্রেন্থ আছে, আমরা ক্যপাবল। কন্ডিশনটা একটা ব্যাপার যেহেতু ইংল্যান্ডের কন্ডিশনের পর এখানে খেলছি। তারপরও আমরা যেহেতু আগে এসেছি, তামিম যেটা বলল। সিরিজ শুরুর আগেও দুইদিন সময় পাচ্ছি। আমার মনে হয় আমরা যথেষ্ট প্রস্তুতি হয়ে প্রথম ওয়ানডেতে মাঠে নামব।'

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড