• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

গোল পেয়েছেন রোনালদো, তবুও হার জুভেন্তাসের

  ক্রীড়া ডেস্ক

২১ জুলাই ২০১৯, ২০:৪৭
জুভেন্টাস-টটেনহ্যাম
জুভেন্তাস ও টটেনহ্যামের মধ্যকার খেলার একটি দৃশ্য (ছবি: সংগৃহীত)

জুভেন্তাস ও ক্রিশ্চিয়ানো রোনালদোর নতুন মৌসুমের শুরুটা হলো হার দিয়ে। নতুন মৌসুমে প্রস্তুতি পর্বের প্রথম ম্যাচে ইংলিশ ক্লাব টটেনহ্যামের বিপক্ষে ৩-২ গোলের ব্যবধানে হেরে যায় রোনালদো-হিগুইনরা।

সিঙ্গাপুরের জাতীয় স্টেডিয়ামে প্রাক-মৌসুম টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে মুখোমুখি হয় টটেনহ্যাম ও জুভেন্তাস। দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে জমে ওঠে ম্যাচটি। সব মিলিয়ে ম্যাচে সর্বমোট পাঁচটি গোল হয়েছে। প্রাক-মৌসুমের প্রথম ম্যাচ খেলতে নেমেই গোলের দেখা পান জুভেন্তাস তারকা রোনালদো। তবে গঞ্জালো হিগুইন ও রোনালদোর গোল বৃথা যায় হেরি কেইনের শেষ সময়ের গোলে। এছাড়া টটেনহ্যামের হয়ে স্কোর বোর্ডে নাম লেখান এরিক লামেলা ও লুকাস মৌরা।

ম্যাচের ৩০ মিনিটে এরিক লামেলার গোলে এগিয়ে যায় স্পার্সরা। ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে তারা। এরপর দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটেই জুভেন্তাসকে সমতায় ফেরান হিগুইন। ৬০ মিনিটে রোনালদোর গোলে এগিয়ে যায় তুরিনের বুড়িরা। তবে ৬৫ মিনিটেই স্পার্সদের সমতায় ফেরান ব্রাজিলিয়ান ফুটবলার লুকাস মৌরা। এরপর অতিরিক্ত সময়ে গোল দিয়ে দলের জয় নিশ্চিত করেন ইংলিশ তারকা হেরি কেইন।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড