• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩২ °সে
  • বেটা ভার্সন
sonargao

টাইগারদের কোচ হতে হাইপ্রোফাইল অনেকের সাড়া মিলছে : বিসিবি

  ক্রীড়া ডেস্ক

২১ জুলাই ২০১৯, ২০:১১
নিজাম উদ্দিন চৌধুরী সুজন
বিসিবির প্রধান নিবার্হী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী (ছবি : সংগৃহীত)

বিশ্বকাপের পরই জাতীয় দলের প্রধান কোচ স্টিভ রোডসের সঙ্গে চুক্তি বাতিল করে বিসিবি। যদিও প্রায় দেড় বছরের মতো মেয়াদ ছিলো রোডসের। লঙ্কান সফরে তড়িঘড়ি করে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকে ভারপ্রপা্ত কোচের দায়িত্ব দিয়েছে বিসিবি। এর আগেও ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পালন করেন তিনি।

এ দিকে, কোচের জন্য গত ১৪ জুলাই বিজ্ঞপ্তি দেয় বিসিবি। আবেদনের শেষ সময় ছিল ১৮ জুলাই। অনেক হাইপ্রোফইল কোচের জন্য আবেদন করেছে বলে জানিয়েছে বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সুজন। রোববার মিরপুরে তিনি বলেন, ‘বেশ কয়েকজন হাই প্রোফাইল কোচও আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের বর্তমান কাঠামোর পরিস্থিতি অনুযায়ী হাই প্রোফাইল কোচরা ঘরোয়া টি-টুয়েন্টিতেই বেশি ব্যস্ত থাকেন। কিন্তু আমরা চাচ্ছি একজন ফুল টাইম কোচ।’

বর্তমানে অনেক কোচই ঘরোয়া টি-টুয়েন্টি টুর্নামেন্ট গুলোতে কোচিং করাতে ব্যস্ত থাকেন। তাই পুরো সময়ের জন্য কোন দলের সঙ্গে কাজ করতে আগ্রহী না। তবু আশাবাদী বিসিবি। কোচ হতে আগ্রহী সবার জন্য আবেদন করার প্রক্রিয়াটি উন্মুক্ত করতেই বিজ্ঞপ্তি দেয় তারা। প্রধান নির্বাহী জানান, আবেদন পত্রের বাইরেও অনেক কোচের সঙ্গে আলোচনা চলছে।

তিনি বলেন, ‘অনেকেই হয়তো আগ্রহী আছে, আমরা জানি না। অনেক সময় কেউ আগ্রহী থাকলেও সে হয়তো জানে না, তার এজেন্ট হয়তো জানে না। এ রকম পরিস্থিতি হয়। তাই এটা সবার জন্য উন্মুক্ত ছিল। এর বাইরেও আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে।’

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড