• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৭ °সে
  • বেটা ভার্সন
sonargao

আমরা কী পারি দেখাব ২০২০ সালে: রশিদ খান

  ক্রীড়া ডেস্ক

২০ জুলাই ২০১৯, ১৯:৫১
রশিদ খান
আফগানিস্তান ক্রিকেট দলের অধিনায়ক রশিদ খান (ছবি: সংগৃহীত)

সর্বশেষ বিশ্বকাপে নয় ম্যাচের সবকয়টিতে হেরেছে আফগানিস্তান। দলের এমন হতাশাজনক পারফরম্যান্সের পর গুলবাদিন নাইবকে সরিয়ে তিন ফরম্যাটেই আফগানিস্তানের অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে রশিদ খানকে। দায়িত্ব পাওয়ার পর ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে দলের ভবিষ্যৎ ও সম্ভাবনা নিয়ে কথা বলেন এ লেগ স্পিনার।

২০২৩ সালের বিশ্বকাপকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন নতুন দায়িত্বপ্রাপ্ত আফগান অধিনায়ক। এছাড়া এ বিশ্বকাপের ব্যর্থতার কারণ হিসেবে যথাযথ প্রস্তুতি না থাকাকে দায়ী করেন তিনি। ক্রিকইনফোকে দেয়া এক সাক্ষাৎকারে রশিদ খান বলেন, 'অবশ্যই! ২০২৩ সালের বিশ্বকাপটি আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। আগেও যেমনটা বলেছি আমাদের ট্যালেন্ট, স্কিলের কমতি নেই। তবে আমাদের আরও উন্নতি প্রয়োজন। আমাদের বুঝতে হবে কীভাবে বড় দলের বিপক্ষে খেলতে হয়। কীভাবে প্রস্তুতি নিতে হয়। আমরা দেখেছি এবারের বিশ্বকাপে আমাদের প্রস্তুতি যথাযথ ছিল না।'

তবে এখনই ২০২৩ বিশ্বকাপ নিয়ে ভাবছেন না আফগান অধিনায়ক। তার মনোযোগ ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপে। রশিদের দাবি ২০২০ সালেই আফগানিস্তান প্রমাণ করবে তারা কত ভাল দল। নিজেদের সামর্থ্যের প্রমাণ টি-টুয়েন্টি বিশ্বকাপেই দিবে জানিয়ে রশিদ বলেন, '২০২৩ সালের বিশ্বকাপ তো অনেক দূরে। এখন আমাদের মনোযোগ ও লক্ষ্য অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টুয়েন্টি বিশ্বকাপের দিকে। আমি মনে করি আমরা দেখাতে পারব যে আমরা কত ভালো দল, দেখাতে পারব আমরা কতটুকু পারি। গত বিশ্বকাপের সঙ্গে তুলনা করলে আমরা আমাদের সেরা দলটা পাব আশা করি।'

তিনি আরও যোগ করেন, ‘আমাদের এখন শুধু দিনকে দিন উন্নতি করতে হবে। অতীতে যতো ভুল করেছি সেগুলো কমিয়ে আনতে হবে। আমাদের সামর্থ্য আছে, স্কিলের কমতি নেই। বিশেষ করে টি-টুয়েন্টিতে সেরা একটি দল রয়েছে। আমাদের সেরা প্রস্তুতিটা নিতে হবে।'

এছাড়া নিজেদের উন্নতির জন্য বড় দলগুলোর বিপক্ষে খেলা বাড়ানো উচিৎ বলে মনে করেন আফগান এ স্পিনার। তিনি বলেন, 'একইসঙ্গে ২০২৩ সালের বিশ্বকাপের কথা মাথায় রেখে এগুতে হবে। আমি মনে করি বড় দলগুলোর বিপক্ষে যত বেশি খেলব, আমাদের উন্নতি তত হবে। তাদের বিপক্ষে যত খেলব, সিরিজে মুখোমুখি হব, আমাদের ক্রিকেট তত উন্নত হবে।'

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড