• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১  |   ৩৬ °সে
  • বেটা ভার্সন
sonargao

জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ

  ক্রীড়া ডেস্ক

২০ জুলাই ২০১৯, ১৬:৩১
বাংলাদেশ-চাইনিজ তাইপে
বাংলাদেশ ও চাইনিজ তাইপের মধ্যকার ম্যাচটির একটি দৃশ্য (ছবি: সংগৃহীত)

এশিয়ান ইনডোর হকিতে প্রথমবার অংশগ্রহণ করে দশ দলের মধ্যে সপ্তম হয়েছে বাংলাদেশ। সপ্তম স্থান নির্ধারণী ম্যাচে চাইনিজ তাইপেকে হারিয়ে টুর্নামেন্ট শেষ করল জিমি-শিতুলরা।

থাইল্যান্ডের চনবুড়িতে খেলতে নেমে চাইনিজ তাইপেকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশ। ৯-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে তারা। প্রথমার্ধেই ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর দ্বিতীয়ার্ধে আরও ৪টি গোল দেয় জিমিরা। এ জয়ের ফলে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলাদেশ। দলের হয়ে ফরহাদ আহমেদ শিতুল, আশরাফুল ইসলাম ও মিলন হোসেন জোড়া গোল করেন। এছাড়া রাসেল মাহমুদ জিমি, মইনুল ইসলাম কৌশিক ও খোরশেদুর রহমান একটি করে গোল করেন।

এর আগে গ্রুপ পর্বের চার ম্যাচের তিনটিতেই হেরে সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয় জিমিরা। তৃতীয় ম্যাচে মইনুল ইসলাম কৌশিকের ডাবল হ্যাটট্রিকে ফিলিপাইনকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ পর্বের একমাত্র জয়টি পেয়েছিল বাংলাদেশ।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড