• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

'নেইমারকে রিয়ালে দেখতে পাওয়া সত্যি শান্তির ব্যাপার'

  ক্রীড়া ডেস্ক

২০ জুলাই ২০১৯, ১৫:৪৫
নেইমার জুনিয়র
নেইমার জুনিয়র (ছবি : সংগৃহীত)

সাম্প্রতিক সময়ে মাঠের ভেতরের চেয়েও বাইরের ঘটনায় বেশি আলোচনায় আছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। ২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে দুই মৌসুম কাটানোর পর গুঞ্জন আবারও পুরাতন দল বার্সায় ফিরতে চলেছেন ব্রাজিলিয়ান এই তারকা। তবে স্বদেশি ডিফেন্ডার মার্সেলো মনে করেন রিয়াল মাদ্রিদের জার্সিতেও খেলার সুযোগ রয়েছে নেইমারের। জাতীয় দলের সতীর্থকে রিয়ালে যোগ দেওয়ার আমন্ত্রণও জানালেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো।

মার্সেলো বলেন, ‘নেইমার অসাধারণ একজন খেলোয়াড়। সে এখনই এমন কিছু শিখেছে যা ডিফেন্ড করা প্রায় অসম্ভব। নেইমার রিয়ালে আসলে সেটা হবে আনন্দের ব্যাপার। তার বার্সেলোনার অতীত কোনো সমস্যা হবে না। বিশ্বের সেরা ফুটবলারদের দলে নিতে রিয়ালকে সবকিছু করতে হবে। ’

ব্রাজিলের জার্সি গায়ে মার্সেলোর সঙ্গে নেইমার (ছবি : সংগৃহীত)

কয়েকদিন আগেই কাতালান ক্লাবটি অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে দলে ভিড়িয়েছে ফ্রান্স তারকা গ্রিজম্যানকে। এরপরই নেইমারের বার্সায় আসা নিয়ে তৈরি হয়েছে নতুন শঙ্কা। বার্সাও আর আগের মতো আগ্রহ দেখাচ্ছে না।

অনেকেই মনে করেন নেইমার রিয়ালে আসলে বেলজিয়াম তারকা এডেন হ্যাজার্ডের সঙ্গে খেলতে বাধা হবে তার। তবে মার্সেলো এসব কিছু হবে বলে মনে করতে নারাজ- 'হ্যাজার্ড এবং নেইমারের মধ্যে পার্থক্য আছে। সে সেরা পাঁচজনের একজন। আপনি তাদের (নেইমার ও হ্যাজার্ড) মধ্যে তুলনা করতে পারেন না। কিন্তু আমার কাছে নেইমারই এগিয়ে।'

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড