• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বিশ্বকাপের ব্যর্থতা ভুলে সামনের দিকে এগোতে চান তামিম

  ক্রীড়া ডেস্ক

২০ জুলাই ২০১৯, ১৫:২৪
বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম
শ্রীলঙ্কা সফরের আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম (ছবি : সংগৃহীত)

সদ্য সমাপ্ত বিশ্বকাপে তামিম ইকবালের কাছে বাংলাদেশ দলের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু বিশ্বকাপে নিজেকে মেলে ধরতে পারেননি এই বাঁহাতি ব্যাটসম্যান। দাবির খুব অল্পই মেটাতে পেরেছেন। ব্যাট হাতে আরেকটি সাদামাটা বিশ্বকাপ কাটানো তামিম নিজেকে আবারও একবার প্রমাণের সুযোগ পাচ্ছেন; শ্রীলঙ্কা সফরে তাই অতীত ভুলে ইতিবাচক দিক খুঁজে নেওয়ার চেষ্টা করছেন তামিম; নিজের জন্য লঙ্কা সফরকে নতুন চ্যালেঞ্জ মনে করছেন তিনি।

দ্বাদশ বিশ্বকাপে দেশসেরা ওপেনার তামিম খেলেছেন সবকটি ম্যাচ! কেবল শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে পারেননি; ম্যাচ পরিত্যক্ত হওয়াতে! বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে তামিম ২৯ বলে ১৬ রান করেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে! দ্বিতীয় ম্যাচে করেন ২৪ রান; শেষের ছয় ম্যাচে তামিমের রান যথাক্রমে ১৯, ৪৮, ৬২, ৩৬, ২২ ও ৮! পুরো আসরে কেবল একটি ফিফটি করেছিলেন তামিম; অস্ট্রেলিয়ার বিপক্ষে- ৭৪ বলে ৬২ রান করেছিলেন! ৮ ম্যাচে তামিমের মোট রান ২৩৫! গড় ২৯.৩৭।

বিশ্বকাপে নিজেকে ওভাবে মেলে ধরে ব্যর্থ হলেও আসন্ন শ্রীলঙ্কা সফরে নিজের সেরাটা দিতে চান তামিম। শনিবার (২০ জুলাই) শ্রীলঙ্কা সফরের যাওয়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তামিম- 'আমি যে ধরনের খেলা আশা করেছিলাম সে ধরনের খেলা খেলতে পারিনি (বিশ্বকাপ প্রসঙ্গ)। সামনে নতুন চ্যালেঞ্জ। আশা করছি ভালো কিছু হবে। দেখি কী হয়।'

শ্রীলঙ্কা সফরে যাওয়ার আগে গতকাল রাতে নতুন দায়িত্ব পান তামিম। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ইনজুরিতে পড়লে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয় তামিমকে। অবশ্য এর আগেও এমন পরিস্থিতিতে অধিনায়কত্ব করেছেন তামিম; তবে শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজকে কঠিন চ্যালেঞ্জই মনে করেন এই বাঁ-হাতি ব্যাটসম্যান।

সেই সঙ্গে সবকিছু ভুলে ইতিবাচক মনোভাব নিয়ে ঘুরে দাঁড়াতে চান তামিম- 'সেভাবে চিন্তা করা হয়নি। যেটা বললাম কোনো কিছু খারাপ হলে ওটা নিয়ে যদি সারাদিন চিন্তা করতে থাকেন সেটা আপনার জন্য খুবই খারাপ হবে। আমি সামনের কথা মাথায় নিয়ে এগোচ্ছি। ইতিবাচক দিক খুঁজে নেওয়ার চেষ্টা করছি। যেটা বললাম আমাদের জন্য সিরিজটি গুরুত্বপূর্ণ এবং আশা করছি দল হিসেবে আমরা ভালো করব।'

মাশরাফি ছাড়াও এই সিরিজে নেই পেস অলরাউন্ডার মোহাম্মাদ সাইফউদ্দিন, সাকিব আল হাসান ও লিটন দাস। ম্যাশের মতোই গতকাল চোটে পড়েন সাইফ; তবে ছুটিতে আছেন সাকিব-লিটন। এছাড়া মাহমুদউল্লাহ রিয়াদও শতভাগ ফিট নন। লঙ্কানদের বিপক্ষে ভালো করতে হলে কঠিন পথই পাড়ি দিতে হবে বাংলাদেশকে। তবে তামিম মনে করেন, নতুন যারা সুযোগ পেয়েছেন, তারা যদি ভালো করতে পারেন, ভালো একটা সিরিজই হবে বাংলাদেশের জন্য।

তামিমের ভাষায়- 'এই সিরিজটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এই দলটার প্রমাণ করার অনেক কিছু আছে। চোটে পড়ায় আমাদের গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটার এই সিরিজে যাচ্ছে না। সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। শ্রীলঙ্কার হোম কন্ডিশনে সিরিজটা কঠিন হতে যাচ্ছে। তবে আগের সিরিজগুলোয় দেখেছি, আমরা ভালো করেছি ওদের সঙ্গে। আশা করি, এবারও চ্যালেঞ্জ উতরে যাব।'

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড