• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ প্রিমিয়ার লিগ

অনন্য ইতিহাস গড়ার অপেক্ষায় বসুন্ধরা কিংস

  ক্রীড়া ডেস্ক

২০ জুলাই ২০১৯, ১৩:০৭
বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা (ছবি : সংগৃহীত)
বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা (ছবি : সংগৃহীত)

প্রিমিয়ার ফুটবল লিগে আজ জিতলেই চ্যাম্পিয়ন নবাগত বসুন্ধরা কিংস। শনিবার (২০ জুলাই) সিলেট স্টেডিয়ামে শেখ রাসেলের বিপক্ষে জিতলেই প্রিমিয়ারে আত্মপ্রকাশের মৌসুমটা শিরোপার রঙে রাঙাবে কিংস। পরের ম্যাচে সাইফ এসসির কাছে আবাহনী হেরে গেলে অবশ্য তার আগেই চ্যাম্পিয়ন হয়ে যাবে দলটি। ম্যাচ দুটি হবে সন্ধ্যা সাতটায়। সরাসরি দেখা যাবে বাংলা টিভিতে।

গত বছর বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ থেকে চ্যাম্পিয়ন হয়ে চলতি মৌসুমে দেশের সর্বোচ্চ আসর প্রিমিয়ার লিগে উঠে কিংস। দেনিয়েল কলিনদ্রেসরা যে দুর্দান্ত ফর্মে রয়েছেন, তাতে আত্মপ্রকাশের মৌসুমটা শিরোপার রঙে রাঙানো এখন শুধুই সময়ের ব্যাপার।

এরমধ্যেই টানা ১৪ ম্যাচ জয়ের অনবদ্য এক রেকর্ড করে ফেলেছে বসুন্ধরা। এর আগে ২০০৯-১০ মৌসুমে শিরোপা জয়ের পথে টানা ১১ ম্যাচ জয় পেয়েছিল ঢাকা আবাহনী। তবে কিংস সেই রেকর্ড ভাঙার পরেও কিংসের সামনে থাকছে বাকি চার ম্যাচ জিতে আগামীতে অন্য কোনো ক্লাবের জন্য সব গুলো ম্যাচ জিতে অতিমানবিক রেকর্ড করার কঠিন চ্যালেঞ্জ দিয়ে যাওয়ার সুযোগ।

অন্যদিকে, আরেক ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে রয়েছে এক ম্যাচ বেশি খেলা ছয়বারের শিরোপাধারী ঢাকা আবাহনী। দু’দলের পার্থক্য সাত পয়েন্টের। বসুন্ধরার হাতে চার ম্যাচ এবং আবাহনীর হাতে রয়েছে তিন ম্যাচ। আজ এই দু’দল জিতলেও পয়েন্টের ব্যবধান থাকবে একই। তারপরও আবাহনীর হাতে থাকবে দু’ম্যাচ এবং বসুন্ধরার তিন ম্যাচ। সে হিসেবে আজ জিতলেই তিন ম্যাচ হাতে রেখে প্রিমিয়ার লিগের নতুন চ্যাম্পিয়ন হিসেবে নাম লেখাবে বসুন্ধরা কিংস।

ওডি/এএপি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড