• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১  |   ৩৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

বাংলাদেশ ‘এ’ দলকে দশ উইকেটে হারিয়েছে আফগানিস্তান ‘এ’ দল

  ক্রীড়া ডেস্ক

১৯ জুলাই ২০১৯, ১৭:৫০
বাংলাদেশ-আফগানিস্তান
দশ উইকেটে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ জাতীয় দলের বিকল্প খেলোয়াড়দের দুর্দাশার শেষ নেই। এদের মধ্যে বর্তমানে খেলছেন এমন খেলোয়াড়রাও ছিলেন। তারপরও আফগানিস্তান এ দলের কাছে দশ উইকেটের হার বিস্ময়ের সৃষ্টি করেছে। পাঁচ ম্যাচে সিরিজে ১-০তে এগিয়ে গেছে আফগানিস্তান ‘এ’ দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাত্তাই পায়নি বাংলাদেশের সাব্বির, বিজয়রা।

প্রথমে ব্যাট করে আট উইকেটে ২০১ রান তোলে বাংলাদেশ ‘এ’ দল। ১০৬ রান তুলতে ছয় উইকেট হারায় স্বাগতিকরা। পরে আফিফ হোসেনের ৫৯ ও ফরহাদ রেজার ৩০ রানে কোনমতে ২০০ রান পার করে তারা। এছাড়া ইমরুল কায়েস ২৮, এনামুল হক বিজয় ১৯ ও সাব্বির রহমান করেন ১৫ রান। আফগাদের পক্ষে করিম জানাত ও নাভিন উল হক দুইজনেই শিকার করেন দুই উইকেট।

জবাবে রহমতউল্লাহ গুরবাজের সেঞ্চুরিতে ৩৭ বল বাকি থাকতে দশ উইকেটের বিশাল জয় তুলে নেয় সফরকারীরা। ১০৫ রানে গুরবাজ ও ৮৬ রানে অপরাজিত ছিলেন ইব্রাহিম জাদরান। এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০তে জিতেছিল আফগানরা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে রবিবার।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড