• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

আইসিসির নতুন নিয়মে দারুণ সুবিধা পাচ্ছে ক্রিকেটাররা

  ক্রীড়া ডেস্ক

১৯ জুলাই ২০১৯, ১৬:৫৯
আহত ক্রিকেটার
বল লেগে আহত লঙ্কান ক্রিকেটার (ছবি : সংগৃহীত)

সম্প্রতি পর্দা নেমেছে ক্রিকেট বিশ্বকাপের দ্বাদশ আসরের। কয়দিন পরই প্রথমবারের মতো শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। তার আগে বেশ কিছু নতুন নিয়ম চালু করল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

যেমন, এখন থেকে মাথায় বল লেগে আহত খেলোয়াড়ের বদলি নামানো যাবে। আসছে অ্যাশেজ থেকেই কার্যকরী হবে নিয়মটি। পাশাপাশি স্লো-ওভার রেটে এখন থেকে কেবল অধিনায়কই বেশি দোষী হবেন না, বাকি সতীর্থদের পকেট থেকেও কাটা হবে সমপরিমাণ ম্যাচ ফি!

আগামী ১ আগস্ট অনুষ্ঠিতব্য অ্যাশেজ দিয়ে শুরু হচ্ছে আইসিসির বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেই সিরিজ দিয়ে মাথায় আঘাত পাওয়া খেলোয়াড়ের বদলি নামানো নিয়ম শুরু করবে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি। আগে ঘরোয়া ক্রিকেটে ২ বছরের মতো মহড়া দেওয়া হয়েছে, তারপর আন্তর্জাতিক ক্রিকেটে চালু হতে যাচ্ছে নিয়মটি।

বদলি খেলোয়াড় নামানোর ক্ষেত্রে কিছু শর্ত অবশ্যই মানতে হবে। প্রথমে দলের চিকিৎসক সিদ্ধান্ত নেবেন আহত খেলোয়াড় মাঠে নামার মতো উপযুক্ত কি না। যদি বদল করতেই হয় তাহলে একই পজিশনের খেলোয়াড় নামাতে হবে। নামানোর আগে সিদ্ধান্তটি ম্যাচ রেফারির থেকে অনুমোদিত হয়ে আসতে হবে।

শুধু টেস্ট চ্যাম্পিয়নশিপেই নয়, নারী-পুরুষদের আন্তর্জাতিক-ঘরোয়া সব ফরম্যাটের ক্রিকেটেই নতুন কিছু নিয়ম মাঠে নামাচ্ছে আইসিসি।

স্লো-ওভার রেটের কারণে যেসব নিয়ম যুক্ত হচ্ছে-

- এখন থেকে কেবলমাত্র অধিনায়ককে জরিমানা ও নিষেধাজ্ঞা দেওয়া হবে না।

- স্লো-ওভার রেট হলে একাদশের সব খেলোয়াড় সমানভাবে দায়ী হবেন। অধিনায়কের সমান জরিমানা সবাইকেই করা হবে।

- বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে স্লো-ওভার রেট হলে ম্যাচ শেষে দোষী দলের দুটি কম্পিটিশন পয়েন্ট বিয়োগ হবে।

- নো বলের রিপ্লে চাওয়া নিয়েও নতুন নিয়ম আনতে যাচ্ছে আইসিসি। সামনের কয়েক মাসে মহড়ার পর নিয়মটি চালু করতে চায় সংস্থাটি।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড