• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সমপরিমাণ প্রাইজমানি একাই পেয়েছেন জোকোভিচ

  ক্রীড়া ডেস্ক

১৯ জুলাই ২০১৯, ১৫:১৭
ইংল্যান্ড বিশ্বকাপ দল ও জোকোভিচ
শিরোপা হাতে ইংল্যান্ড দল ও জোকোভিচ (ছবি : সংগৃহীত)

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতেছে ইংল্যান্ড। নিজেদের ঘরের মাঠে অনুষ্ঠিত দ্বাদশ বিশ্বকাপের ফাইনালে শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডকে হারায় ইংলিশরা। কিউইদের হারিয়ে ইংল্যান্ড যেদিন বিশ্বকাপ শিরোপা জিতেছিল সেদিন রজার ফেদেরারকে হারিয়ে উইম্বলডন শিরোপা জিতেন জোকোভিচ। বিশ্বকাপ জয়ী ইংল্যান্ডের সমপরিমাণ প্রাইজমানি সমতুল্য অর্থ একাই পান জোকোভিচ।

বিশ্বকাপের মোট পুরস্কারমূল্য ১০ মিলিয়ন মার্কিন ডলার। এ পরিমাণ অর্থ বিশ্বকাপজয়ী দল, পরাজিত ফাইনালিস্ট এবং সেমিফাইনালে হেরে যাওয়া অপর দু’দলের প্রত্যেক খেলোয়াড়ের মধ্যে ভাগ করে দেয় আইসিসি। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড পেয়েছে চার মিলিয়ন মার্কিন ডলার। রানার্সআপ নিউজিল্যান্ড পেয়েছে দুই মিলিয়ন মার্কিন ডলার। সেমিফাইনালে পরাজিত দু’দল আট লাখ মার্কিন ডলার করে পেয়েছে।

মজার বিষয় হল, উইম্বলডনের মোট পুরস্কারমূল্য ৪৯ মিলিয়ন মার্কিন ডলার, যা আইসিসি বিশ্বকাপের পুরস্কারমূল্যের প্রায় পাঁচগুণ। জোকোভিচ ও সিমোনা হালেপ একাই পেয়েছেন ৩১৪ মিলিয়ন মার্কিন ডলার।

প্রসঙ্গত, ফিফা বিশ্বকাপের পুরস্কারমূল্য ৪০০ মিলিয়ন মার্কিন ডলার। আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ফাইনালের প্রায় ছয়গুণ বেশি পুরস্কারমূল্য ফিফা বিশ্বকাপ ফাইনালের। এবারের ফিফা বিশ্বকাপজয়ী দল ফ্রান্স পেয়েছে ৩৮ মিলিয়ন মার্কিন ডলার। রানার্সআপ ক্রোয়েশিয়া ২৮ মিলিয়ন মার্কিন ডলার।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড