• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১  |   ৩০ °সে
  • বেটা ভার্সন
sonargao

অধিনায়কের অনুমতি না পাওয়ায় আবেদন করেননি সুজন 

  ক্রীড়া ডেস্ক

১৮ জুলাই ২০১৯, ২২:০১
খালেদ মাহমুদ সুজন
বাংলাদেশের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন (ছবি: সংগৃহীত)

প্রায়ই বাংলাদেশ ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব পান খালেদ মাহমুদ সুজন। ভারপ্রাপ্ত নয়, দলের স্থায়ী কোচ হতে চান বলে অনেকবারই জানিয়েছেন সুজন। স্থায়ী কোচ হতে চাইলেও কোচ হিসেবে আবেদনের সময়সীমা শেষ হলেও আবেদন করেননি তিনি।

বিশ্বকাপ শেষেই স্টিভ রোডসকে বরখাস্ত করে নতুন কোচের জন্য বিজ্ঞপ্তি দেয় বিসিবি। তবে আসন্ন শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারপ্রাপ্ত কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় খালেদ মাহমুদ সুজনকে। তবে বারবার ভারপ্রাপ্ত কোচ হতে চান না বলে সাংবাদিকদের জানিয়েছিলেন তিনি। দলের স্থায়ী কোচ হওয়ার ইচ্ছাও প্রকাশ করেছিলেন সুজন। তবে বাংলাদেশের কোচ হিসেবে আবেদনের শেষ দিন ছিল আজ। সময়সীমা শেষ হলেও সবাইকে অবাক করে দিয়ে আবেদন করেননি সুজন।

আবেদন না করার কারণ হিসেবে সুজন জানান, 'খেলোয়াড়ি জীবনে আমি সব সময়ই অধিনায়কের নির্দেশ মেনেছি। এখনো মানি। অধিনায়কের দিক থেকে সাড়া পাইনি বলে আর আবেদন করিনি।'

ক্যারিয়ারে অনেক অধিনায়কের নেতৃত্বেই খেলেছেন তিনি। তবে এখন তার অধিনায়ক হিসেবে বিসিবি প্রধান নাজমুল হাসান পাপনই পরিচিত। তাই ধারণা করা যায়, অধিনায়ক পাপনের অনুমতি না পাওয়ায় কোচ হিসেবে আবেদন করেননি তিনি।

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড