• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য নারী ক্রিকেট দল ঘোষণা

  ক্রীড়া ডেস্ক

১৮ জুলাই ২০১৯, ১৯:৫২
বাংলাদেশ নারী ক্রিকেট দল
নারী এমার্জিং ক্রিকেট দল ঘোষণা করেছে বিসিবি (ছবি: সংগৃহীত)

দক্ষিণ আফ্রিকা এমার্জিং দলের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আগামী শনিবার (২০ জুলাই) আফ্রিকার উদ্দেশে রওনা দিবে খাদিজা, শারমিনরা। দক্ষিণআফ্রিকায় তিনটি ওয়ানডে ও তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। মঙ্গলবার (২৩ জুলাই) প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে তারা।

সিরিজে দলের নেতৃত্ব পেয়েছেন নিগার সুলতানা। ১৪ সদস্যর দলের অন্যরা হলেন- শারমিন সুলতানা, মোর্শেদা খাতুন হ্যাপি, সোবহানা মুস্তারি, খাদিজা তুল কুবরা, ফাহিমা খাতুন, সুরাইয়া আজমিম, শায়লা শারমিন, নাহিদা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, রিতু মনি, সানজিদা ইসলাম, নুজহাত তাসনিয়া, শারমিন আক্তার সুপ্তা।

এছাড়া- সালমা খাতুন, রুমানা আহমেদ, শামীমা সুলতানা, লতা মণ্ডল ও আয়েশা রহমান শুকতারা এই পাঁচজন খেলোয়াড়কেও পাশে পাবেন এমার্জিং দল। একটি বিশেষ প্রশিক্ষণ শেষে তারা দলের সঙ্গে যুক্ত হবেন।

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড