• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১  |   ২৮ °সে
  • বেটা ভার্সন
sonargao

২০২৩ বিশ্বকাপ খেলতে চান মুশফিক 

  ক্রীড়া ডেস্ক

১৮ জুলাই ২০১৯, ১৯:২৩
মুশফিকুর রহীম
বাংলাদেশ ক্রিকেট দলের ব্যাটসম্যান মুশফিকুর রহীম (ছবি: সংগৃহীত)

বিশ্বকাপ শেষ করে ইতোমধ্যেই শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে এখনো শেষ হয়নি বিশ্বকাপ নিয়ে আলোচনা-সমালোচনা। তবে অতীত ভুলে এর মধ্যেই ২০২৩ বিশ্বকাপকে সামনে রেখে নিজের পরিকল্পনা সাজাচ্ছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহীম।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট 'ক্রিকবাজ'কে দেয়া এক সাক্ষাৎকারে মুশফিক তার পরবর্তী বিশ্বকাপে নিয়ে তার পরিকল্পনার কথা জানান। তিনি বলেন, 'অবশ্যই আমার বড় পরিকল্পনা আছে, তবে সেজন্য সিরিজ বাই সিরিজ এগোতে চাই। লক্ষ্যে পৌঁছাতে প্রস্তুতি ও অনুশীলন জরুরি। প্রতিটি সিরিজ ধরে এগোলে ফর্ম ধরে রাখা সম্ভব। যদি আপনি আগেই অনেক দূর নিয়ে চিন্তা-ভাবনা করেন, তাহলে ধারাবাহিকতা ধরে রাখাটা কঠিন হবে। আমার লক্ষ্য হলো ২০২৩ বিশ্বকাপে খেলা।'

এবারের বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সব আলো কেড়ে নিয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে ১১ উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হওয়ার অন্যতম দাবিদার ছিলেন সাকিব। ব্যাট হাতে সাকিবের পরেই ছিলেন মুশফিক। এক সেঞ্চুরিতে তার সংগ্রহ ছিল ৩৬৭ রান।

সাক্ষাৎকারে নিজের পারফরম্যান্স নিয়েও সন্তুষ্টি প্রকাশ করেন মুশফিক। তিনি বলেন, 'বিশ্বকাপে ব্যাটিং অর্ডারের চার নম্বর ব্যাটসম্যানদের দিকে তাকালে দেখবেন, আমি সম্ভবত দ্বিতীয় (রস টেলরের পর)। তাই এটা আমার জন্য অনেক স্বস্তির। এই পারফরম্যান্স আমাকে সামনে আরও কঠিন পরিশ্রম ও বড় চ্যালেঞ্জ নিতে অনুপ্রেরণা জোগাবে। (বিশ্বকাপে) যা করেছি তাতে আমি খুশি। অবশ্য যতটা ভেবেছিলাম তা হয়নি। তবে হ্যাঁ, দলের জয়ের পথে কয়েকটি ম্যাচে অবদান রাখতে পেরেছি।’

ওডি/এমএমএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড