• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১  |   ২৯ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘সাকিব তো, সাকিবই’

  ক্রীড়া প্রতিবেদক

১৭ জুলাই ২০১৯, ২১:২০
সাকিব আল হাসান
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান (ছবি : সংগৃহীত)

‘সাকিব তো, সাকিবই। সাকিব বিশ্বের সেরা অলরাউন্ডার। সাকিবকে না পাওয়াটা মানে আমাদের দলের ভারসাম্য তৈরিতে কষ্ট হয়।’ কথাগুলো বলছিলেন বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত কোচ ও বিসিবি বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। বুধবার (১৭ জুুলাই) টাইগারদের অনুশীলন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাকিব প্রসঙ্গে এই মন্তব্য করেন তিনি।

আগামী ২০ জুলাই তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। ছুটিতে থাকায় আসন্ন এই সিরিজে খেলছেন না সাকিব।

বাংলাদেশ দল দীর্ঘদিন যাবত তিন নাম্বার পজিশনে ব্যাট করা নিয়ে দুশ্চিন্তায় ভুগছিল। অবশেষে তার সমাধান এনে দিলেন সাকিব। সদ্য সমাপ্ত বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ সফল ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। কিন্তু আসন্ন সিরিজে তার স্থানে অর্থাৎ নম্বর তিনে কে খেলবেন?

সুজন আজ মিরপুরে সাংবাদিকদের মুখোমুখি হন সুজন (ছবি : সংগৃহীত)

সুজন বলেন, ‘সাকিব তিন নম্বরে ব্যাট করতো, কাউকে এখন এই জায়গায় দায়িত্বটা নিতে হবে, তার জন্য একটা বিরাট সুযোগ নিজেকে প্রমাণ করার। তাছাড়া ধরেন, যে ছেলেটা দলে আসলো। তাইজুলেরর কথা যদি বলি, ওয়ানডেতে ঐভাবে খেলার সুযোগ পায় না, তার জন্য একটা সুযোগ, দারুণ ফর্মে আছে। ইন্ডিয়াতে বাংলাদেশের জন্য খেলছে, সেখানে দুই ম্যাচে ১৪টি উইকেটের মতো নিল, ওর জন্য একটা সুযোগ এখানে, সত্যি কথা বলতে গেলে সুযোগ তৈরি হয়।’

‌‘অনেকের জন্য সুযোগ তৈরি হয়। এরকম হয়তো বা আজকে সাকিব কারণে, হয়তো বা অন্য কারণে। হতে পারে যে, ইনজুরির কারণে না থাকতে পারে, না খেলতে পারে, সে কিন্তু হতেই পারে। যে আসে টিম নতুন করে খেলোয়াড়, তার জন্য এটা অবশ্যই বড় একটি সুযোগ’- যুক্ত করলেন সুজন।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড