• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১  |   ৩৪ °সে
  • বেটা ভার্সন
sonargao

স্টিভ রোডস সম্পর্কে ভুল বক্তব্য দিলেন খালেদ মাহমুদ সুজন

  নজরুল ইসলাম

১৭ জুলাই ২০১৯, ২০:২৪
খালেদ মাহমুদ সুজন
বাংলাদেশ দলের কোচের দায়িত্ব সহজ সুজনের কাছে (ছবি : সংগৃহীত)

স্টিভ রোডস প্রথম মিশনে ছিলেন সফল। টেস্ট সিরিজ ব্যর্থ হলেও ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ জিতে এসেছে ওয়েস্ট ইন্ডিজের মাঠ থেকে। তবে ভারপ্রাপ্ত কোচ ও বিসিবি বোর্ড পরিচালক খালেদ মাহমুদ বলে বসেছেন, ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা ভালো ছিল না রোডসের।

ভারপ্রাপ্ত কোচের চেয়ে দীর্ঘমেয়াদি কোচ হতে আগ্রহী সুজন। শ্রীলঙ্কা সফরেও কোচের দায়িত্ব পালন করছেন তিনি। নিজের সুনাম গাইতে গিয়ে তিনি রোডস নিয়ে ভুল বক্তব্য দেন সাংবাদিকদের সামনে। দীর্ঘমেয়াদী কোচের সুবিধার কথা বলতে গিয়ে রোডস সম্পর্কে এ কথা বলেছেন তিনি।

'এটা তো স্বাভাবিক কথা। কোচের তো একট লংটার্ম প্ল্যান থাকে। আপনি দেখেন যখন স্টিভ রোডস প্রথম বাংলাদেশে আসলো তখন কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা ভালো যায়নি। তারপর কিন্তু ওর আন্ডারে বাংলাদেশ বেশ কিছু ম্যাচ জিতেছেও। একটা সময়ের তো দরকার হয়, যে কোনো কোচের জন্য, তার নির্দিষ্ট পরিকল্পনার জন্য।'

বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন সহজ কাজ মনে করেন খালেদ মাহমুদ। কারণ হিসেবে তিনি উল্লেখ করেন অনেক বছর ধরে বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে কাজ করছেন তিনি।

'যদিও বাংলাদেশের পরিকল্পনাটা আমি সবসময়ই জানি, এত বছর ধরে আছি, এটা সহজ, কিন্তু তারপরও হয়তো বা দীর্ঘমেয়াদি দায়িত্ব পেলে যে কোনো মানুষের জন্য কাজ করার জন্য একটা স্কোপ থাকে, তৈরি হয়, সুবিধা হয়, সেটা তো অবশ্যই হয়।'

জাতীয় দলের কোচের জন্য দীর্ঘমেয়াদে কাজ করতে চান তিনি। তবে বিসিবির সঙ্গে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো কথাবার্তা হয়নি সুজনের। ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খানের অনুরোধে শ্রীলঙ্কা সফরে দায়িত্ব পালন করছেন বলে জানান তিনি।

'আমি চেয়েছি, হ্যাঁ, কিন্তু আমার সঙ্গে এখন পর্যন্ত কোনো কথা হয়নি। বোর্ডের সঙ্গে এখনো কথা হয়নি, আমার সঙ্গে আলোচনা হয়নি আকরাম ভাই বললেন, তুই দেখাশোনা কর, যেহেতু এখন আমাদের কোচ নেই। এ কারণে দেখাশোনা করা। বোর্ড এখন পর্যন্ত আমার সঙ্গে অফিশিয়ালি যোগাযোগ করেনি।'

ওডি/এনএ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড