• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩৩ °সে
  • বেটা ভার্সন
sonargao

‘বাংলাদেশ এখন প্রতিটি ম্যাচ খেলে জেতার জন্য’

  ক্রীড়া প্রতিবেদক

১৭ জুলাই ২০১৯, ২০:১৫
অধিনায়ক মাশরাফি ও ভারপ্রাপ্ত কোচ সুজন
অধিনায়ক মাশরাফি ও ভারপ্রাপ্ত কোচ সুজন (ছবি : সংগৃহীত)

বাংলাদেশ এখন প্রতিটি ম্যাচ খেলে জেতার জন্য বলে মন্তব্য করেছেন জাতীয় ক্রিকেট দলের ভারপ্রাপ্ত কোচ খালেদ মাহমুদ সুজন। আসন্ন শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে বুধবার (১৭ জুুলাই) টাইগারদের অনুশীলন শেষে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।

সুজন বলেন, বাংলাদেশ এখন প্রতিটি ম্যাচ খেলে জেতার জন্য। আমি জানি, ড্রেসিং রুমে থেকে আমি যতটুকু বুঝি আমরা প্রতিটি ম্যাচ খেলি জেতার জন্য।

২৬ জুলাই থেকে অনুষ্ঠিত হওয়া শ্রীলঙ্কা সিরিজ নিয়ে বেশ আশাবাদী সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‌‘অবশ্যই শ্রীলঙ্কা সিরিজে আমরা সব ম্যাচ জেতার জন্য খেলবো। আমরা সিরিজ জিততে চাই। নিঃসন্দেহে শ্রীলঙ্কা তাদের কন্ডিশনে ভালো দল। তারপরও আমরা নিদাহাস ট্রফিতে ভালো খেলেছি। যদিও টি-টুয়েন্টি ভিন্ন ফরম্যাটে খেলেছি, তবু আমরা ম্যাচ জিতেছি, শ্রীলঙ্কার চেয়ে বেটার ক্রিকেট খেলেছি। তবু আমি মনে করি, এটা আমাদের জন্য আরেকটি সুযোগ।’

বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার সাকিব আল হাসান। টাইগাররা যে কয়টি ম্যাচ জিতেছে সবগুলোতেই ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন সাকিব। সাকিবের অনুপস্থিতি দলরে উপর তেমন একটা প্রভাব ফেলবে না বলে মনে করেন সুজন। ‘যদিও সাকিব নেই, তবু আমাদের কিছু অভিজ্ঞ ক্রিকেটার রয়েছে, মাশরাফি, মুশফিক, মাহমুদউল্লাহ. তামিম আছে। এছাড়া কিছু তরুণ খেলোয়াড় রয়েছে যারা ছন্দে আছে। আমি বিশ্বাস করি, একটা ব্রেক হয়েছে, ভালো ব্রেকের পর আমরা বেশ সজীব, আমরা ভালো ক্রিকেট খেলবো। ভালো ক্রিকেট খেলার জন্য আমরা সবাই উদগ্রীব।’

মাহমুদউল্লার ব্যাটিং-বোলিং সম্পর্কে ভারপ্রাপ্ত কোচ বলেন, ‘রিয়াদ তো বিশ্বকাপে বল করতে পারেনি, ব্যাটসম্যান হিসেবেই খেলেছে কাঁধের চোটের কারণে। আমরা চিন্তাও করি না ওর কাছ থেকে। তার পরিবর্তে মোসাদ্দেক এই সার্ভিসটা আমাদের দিয়েছে খুব ভালো। এটা কোন সমস্যা নয়, রিয়াদ আমাদের জন্য খুব অভিজ্ঞ একজন খেলোয়াড়, যেমন সাকিব একজন অভিজ্ঞ খেলোয়াড়। আশা করি ফিট থাকবে, পরিপূর্ণ ফিট হয়ে খেলবে, ওর মতো একজন মিডলঅর্ডারে আমাদের খুব দরকার।’

আগামী ২০ জুলাই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। সফরের তিনটি ম্যাচ খেলবে টাইগাররা। ২৬ জুলাই প্রথম এবং দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে ২৮ ও ৩১ জুলাই।

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড