• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১  |   ৩১ °সে
  • বেটা ভার্সন
sonargao

ছেলের বিশ্বকাপ জয়ে ‘বিপাকে’ স্টোকসের বাবা-মা

  ক্রীড়া ডেস্ক

১৬ জুলাই ২০১৯, ১৮:২২
বাবা জেরার্ড স্টোকস ও মা  ডেব স্টোকসের সঙ্গে বেন স্টোকস (ছবি : সংগৃহীত)
বাবা জেরার্ড স্টোকস ও মা  ডেব স্টোকসের সঙ্গে বেন স্টোকস (ছবি : সংগৃহীত)

অদ্ভুত দোটানায় পড়েছেন জেরার্ড স্টোকস। তার ছেলে জিতেছেন বিশ্বকাপ, তাই বাবা হিসেবে খুশিতে ডগমগ হওয়ার কথা। অথচ প্রাণ খুলে হাসতে পারছেন না। আনন্দও করতে পারছেন না বেন স্টোকসের বাবা।

কিন্তু কেন? জেরার্ড স্টোকস নিউজিল্যান্ড বংশোদ্ভূত। এখনো থাকেন সে দেশেই। ফলে নিউজিল্যান্ডের হারে তার মন খারাপ হওয়াই স্বাভাবিক। কিন্তু ও দিকে ছেলের জন্যও তো আনন্দ, গর্ব হচ্ছে। তাই ঠিক কী করা উচিত এই মুহূর্তে বুঝে উঠতে পারছেন না জেরার্ড।

স্টোকসের বাবা বলেছেন, ‘‌হ্যাঁ ব্ল্যাক ক্যাপসদের জন্য মন খারাপ। তবে হৃদয়ে যদি হাত রেখে সত্যি কথা বলতে হয় তাহলে স্বীকার করছি, হ্যাঁ আমি বেনের জন্য খুশি। ওর দলের জন্যও খুশি। কিন্তু তাই বলে নিউজিল্যান্ডকে সমর্থন করা ছেড়ে দিলাম, এরকম নয়। আমি আগেও কিউইদের সমর্থক ছিলাম। আজও আছি। কালও তাই থাকব।’‌

স্টোকস বাবা-মার সঙ্গে স্টোকস (ছবি : সংগৃহীত)

বেন স্টোকসের যখন বারো বছর বয়স তখন ইংল্যান্ডে সপরিবার চলে গিয়েছিলেন জেরার্ড স্টোকস। কিন্তু ২০১৩ সালে জেরার্ড আর তার স্ত্রী ডেব ফিরে আসেন ক্রাইস্টচার্চে। বেন রয়ে যান ইংল্যান্ডে।

এই যে অনেকেই বলছেন বিশ্বকাপ ফাইনাল টাই হওয়ার পর যুগ্ম বিজয়ী হিসেবে ঘোষণা করতে হতো ইংল্যান্ড আর নিউজিল্যান্ডকে। তিনিও কি একই রকম মনে করেন?‌ জেরার্ড স্টোকসের জবাব, ‘‌ড্র বা টাই ব্যাপারটা ভালো। তবে বিশ্বকাপ ফাইনালে যুগ্ম বিজয়ীর থেকে যে কোনো একটি দল চ্যাম্পিয়ন হওয়া অনেক বেশি ভালো।’‌

ফাইনালে ছেলে ম্যাচ সেরা। ইংল্যান্ড চ্যাম্পিয়ন হওয়ার পর ছেলের সঙ্গে কথা হয়েছে?‌ জেরার্ড স্টোকস বলেছেন, ‘‌বেন যেভাবে ব্যাট করেছে, তা সত্যিই প্রশংসা করার মতো। কাপ জেতার জন্য সেদিন দুটো দলই প্রচণ্ড পরিশ্রম করেছে। ছেলে তো এই ম্যাচে অংশ নিতে এবং দলকে সাহায্য করতে পেরে গর্বিত। ওর কথা শুনে মনে হচ্ছিল, হাতে যেন চাঁদ পেয়েছে।’‌ স্টোকস বাবা জেরার্ড স্টোকস ও মা ডেব স্টোকসের সঙ্গে বেন স্টোকস (ছবি : সংগৃহীত)

এই যে ছেলের জন্য মন খুলে আনন্দ করতে পারছেন না, তাতে অস্বস্তি হচ্ছে না?‌ জেরার্ড স্টোকসের কথায়, ‘‌হচ্ছে তো বটেই। মাঝে মাঝে এই সমস্যায় পড়ি। ভারসাম্য রাখা কঠিন হয়ে যায় তখন। তবে চেষ্টা চালিয়ে যাই।’‌

বেন স্টোকসের মা ডেব স্টোকসও রবিবার রাতে অদ্ভুত এক রোমাঞ্চ অনুভব করেছেন বিশ্বকাপ ফাইনাল দেখার সময়। বলেছেন, ‘‌জানেন খেলা শেষ হওয়ার পর নিজেকে সামলাতে পারিনি। কেঁদে ফেলেছিলাম। ব্ল্যাক ক্যাপসদের জন্য খুব খারাপ লেগেছে। উইলিয়ামসনরা সবটুকু দিয়েছিল। সেদিন দুটো দলকে যুগ্ম বিজয়ী ঘোষণা করলেই ভালো হতো।’‌ ‌‌‌‌(আজকাল)

ওডি/এসএম

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

নির্বাহী সম্পাদক: গোলাম যাকারিয়া

 

সম্পাদকীয় কার্যালয় 

১৪৭/ডি, গ্রীন রোড, ঢাকা-১২১৫।

যোগাযোগ: 02-48118243, +8801907484702 

ই-মেইল: [email protected]

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Developed by : অধিকার মিডিয়া লিমিটেড